Breaking News

দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা আক্রান্ত ৩ শিশু,আতঙ্ক বাড়ছে শিল্পশহরে!

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান :-জলপাইগুড়ি জেলার পর এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে খোঁজ মিলল করোনা আক্রান্ত শিশুর| ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই জেলায় | অপরদিকে রাজ্যের স্বাস্থ্য কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ বাড়ছে | দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা আক্রান্ত তিন শিশু চিকিৎসাধীন | দিনকয়েক আগেই জ্বর ও অন্য়ান্য় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের | উপসর্গ দেখেই তাঁদের করোনা পরীক্ষা করিয়েছিলেন চিকিৎসকরা | এমনকি সম্পূর্ণ আলাদা ওয়ার্ডেও রাখা হয়েছিল | পরে আশঙ্কা সত্যি করেই ওই তিন শিশুর করোনা রিপোর্ট পজিটিভ আসে।উল্লেখ্য, গত শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৪৫ জন শিশু ভর্তি হয়েছিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে | তাঁদের মধ্যে ১৫ জন আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল | অভিযোগ ওঠে ভুল ইনঞ্জেকশন দেওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ে ওই শিশুরা | বিক্ষোভও দেখিয়েছিলেন আত্মীয় পরিজনরা | এবার ওই শিশুদের মধ্যে তিন জনের শরীরে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব| তবে বর্তমানে ওই হাসপাতালেই সম্পূর্ণ আলাদা ওয়ার্ডে চিকিৎসা চলছে তাদের | প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল | পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি সিএমএইচও কেকা মুখোপাধ্যায় বলেন, “করোনার তৃতীয় ডেউ নিয়ে স্বাস্থ্য দফতর চিন্তিত | ” শিশুদের অভিভাবকদের পরামর্শ দিয়েছেন তিনি | জানান,” শিশুরা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের অভিভাবকদের থেকে | অনেকেই ভাবছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নেওয়া রয়েছে | তাই মাস্ক না পরলেও চলবে | প্রত্যেককে অনুরোধ মাস্ক পরুন | অযথা ভিড় করবেন না | আরও সচেতন হন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *