Breaking News

কয়লা পাচারকাণ্ডে ধৃত লালা ঘনিষ্ঠ ৪ ব্যবসায়ীর সিবিআই হেফাজত আসানসোলের বিশেষ আদালতের!

নিজস্ব সংবাদদাতা, আসানসোল :- কয়লা কাণ্ডে ধৃত লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে ৩ জনকে ৭ দিন ও জয়দেব মণ্ডলকে চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে |সোমবারই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়লা পাচারকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করেছিল সিবিআই | ধৃত চারজনই কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ | মঙ্গলবার তাঁদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করে সিবিআই | ধৃতদের মধ্যে তিনজনকে ৭ দিন ও জয়দেব মণ্ডলকে চারদিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক | সোমবার সকাল থেকেই কলকাতা, বাঁকুড়া ও আসানসোলের কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই | এরপরই জানা যায়, নারায়ণ নন্দা, গুরুপদ মাজি, নিরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডল নামে লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিবিআই তদন্তকারীরা | তাঁদের কলকাতা এনে রাতভর জেরা করা হয়েছে | মঙ্গলবার ফের কড়া নিরাপত্তায় তাঁদের আসানসোল নিয়ে যাওয়া হয় | এদিন বেলা ১২ টা নাগাদ ধৃতদের আদালতে তোলা হয়েছিল | ধৃতদের আইনজীবী গ্রেফতারির বিরোধীতা করে জামিনের আবেদন জানান | তাঁর দাবি ছিল তাঁর মক্কেলরা ডাক পেলেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন এবং সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতাও করছেন|সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য ছিল ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে | দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জয়দেব মণ্ডলকে চারদিন ও বাকিদের সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *