প্রসেনজিৎ ধর :-যাবতীয় জল্পনাকে সত্যি করে কংগ্রেসেই যোগ দিলেন কানহাইয়া কুমার | মঙ্গলবার শহিদ ভগত সিংয়ের জন্মবার্ষিকীতেই কানহাইয়া কুমারকে কংগ্রেসে স্বাগত জানান রাহুল গান্ধী | কানহাইয়ার সঙ্গে ছিলেন গুজরাতের নির্দল বিধায়ক তথা আরেক বামপন্থী যুব নেতা জিগনেশ মেবানিও | মঙ্গলবার প্রথমে দিল্লির আইটিও ময়দানে শহিদ-এ-আজম ভগত সিং পার্কে যান কানহাইয়া, জিগনেশরা | সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী |একসঙ্গে হাতে হাত রেখে বিপ্লব গড়ার ডাক দেন তাঁরা | তারপরই এআইসিসি সদর দফতরে গিয়ে কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন | বামপন্থা ছেড়ে কেন কংগ্রেসে যোগ দিলেন? কানহাইয়া বলছেন, “এই দেশের সবচেয়ে গণতান্ত্রিক দলে আমি এই জন্যই যোগ দিলাম কারণ আমার মনে হয়, কংগ্রেস না বাঁচলে, দেশ বাঁচবে না | আমাদের মনে হয়, আজ দেশের ভগত সিংয়ের বীরত্বের প্রয়োজন | সেই সঙ্গে প্রয়োজন গান্ধী এবং আম্বেদকরের মতবাদের | আপনি ব্যক্তিত্বকে পিষে ফেলতে পারেন| কিন্তু আদর্শ কখনও পিষে ফেলা যায় না|”
দল ছাড়ার সময় কানহাইয়া সিপিআই-এর জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন | পার্টি কাঠামোয় যা সর্বোচ্চ নীতিনির্ধারক সমিতি হিসেবে বিবেচিত হয় | এদিন গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানিও দিল্লিতে কানহাইয়া কুমারের সঙ্গেই রাহুল গান্ধীর পাশে ছিলেন | তবে তিনি সরাসরি কংগ্রেসে যোগ দেননি | তিনি জানিয়েছেন,’ নির্দল বিধায়ক হওয়ার জন্য আমি টেকনিকাল কারণে কংগ্রেসে যোগ দিচ্ছি না | কংগ্রেসে যোগ দিলে আমি বিধায়ক হিসাবে কাজ চালাতে পারব না | তবে কংগ্রেসের আদর্শের আমি অংশীদার |’