প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মামলা। আর সেই মামলায় এবার সুপ্রিম তোপের মুখে পড়ল রাজ্য সরকার। বৃহস্পতিবারের শুনানিতে সবথেকে গুরুত্ব দিয়ে যেটা দেখা হয়েছে সেটা হল যোগ ও অযোগ্যকে আলাদা করা সম্ভব কি না। এদিকে শুনানিতে এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেলটাকে নিয়েই সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ও সংরক্ষণ করে রাখেনি কেউ। ফলে যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাইয়ের ভরসা বলতে মেটা ডেটা | আর সেই মেটা ডেটা খুঁজে বার করতে না পারলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করা সম্ভব নয়। সেক্ষেত্রে গত ২২ এপ্রিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল, তাই বহাল রাখা হতে পারে বলে এদিন জানাল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে চলছে চাকরি বাতিল মামলার শুনানি। ওই মামলায় এদিন দিনভর সব পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ, যোগ্য অযোগ্য বাছা না গেলে পুরো প্যানেলটাই বাতিল করা হতে পারে। আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ জানুয়ারি। তার আগে মেটা ডেটা খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত।