Breaking News

ভোট পরবর্তী হিংসা ও বিজয় উৎসব রুখতে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের!

দেবরীনা মণ্ডল সাহা :- তিন কেন্দ্রে ভোটের ফল ঘোষণার হিংসা রুখতে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিল নির্বাচন কমিশন| সেইসঙ্গে ভবানীপুরের উপ-নির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট গণনার সময় বা পরে কোনওরকম বিজয় উৎসব যাতে না করা হয়, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে | সব জায়গাতেই জয়জয়কার রাজ্যের শাসক শিবিরের | শুরু হয়েছে সেলিব্রেশন | রবিবার ভোটগণনার শুরু থেকেই ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে লিড বাড়িয়েছে তৃণমূল | ভবানীপুরে তো বিধানসভা নির্বাচনের থেকেও বড় ব্যবধানে জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়| যত সময় যাচ্ছে, লিড তত বাড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো | তার ফলে কালীঘাটে মমতার বাড়ির সামনে, জেলার বিভিন্ন প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলকর্মীরা | অধিকাংশ ক্ষেত্রেই ন্যূনতম করোনাভাইরাস বিধি চোখে পড়েনি | অধিকাংশের মুখে মাস্ক নেই |সেই পরিস্থিতিতে যাতে কোনওরকম বিজয় উৎসব না করা হয়, তা নিশ্চিত করতে নবান্নকে চিঠি দিয়েছে কমিশন| সেইসঙ্গে তিন কেন্দ্রের ভোটের ফল ঘোষণার পর যাতে কোনওরকম হিংসা ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে | সেজন্য সবরকমের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে কমিশন | রবিবার মুখ্যসচিবকে এমনই চিঠি দিল কমিশন | জয়ী রাজনৈতিক দলের সেলিব্রেশন যাতে কোনওভাবেই করোনা বিধি না ভাঙে সেদিকে নজর দিতে বলা হয়েছে | বাজি ফাটানো, আনন্দ উৎসব করা একেবারেই চলবে না| করোনা পরিস্থিতিতে এগুলো এড়িয়ে চলতেই হবে বলে মুখ্যসচিবকে দেওয়া এক চিঠিতে জানিয়েছে কমিশন | প্রশাসন যেন এ ব্যাপারে কড়া পদক্ষেপ করে সে ব্যাপারে নজর দিতে বলা হয়েছে | তবে সেই নির্দেশ কতটা জারি করতে পারবে প্রশাসন, সে প্রশ্ন থেকেই যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *