প্রসেনজিৎ ধর :- উপনির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গেল বিপুল ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় | ভবানীপুরে ছাপ্পা ভোট হয়েছে, হারের পর এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের | নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ৫৮৮৩২ ভোটে জয়ী হয়েছেন ভবানীপুরে | এরপরই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রে ওয়াল স্বীকার করে নিয়েছেন, সাংগঠনিক দুর্বলতার কারণেই এই পরাজয় | এদিন ফলপ্রকাশের পর প্রিয়াঙ্কা বলেন, ‘আমি স্বীকার করছি, আমাদের ভবানীপুরে সংগঠনের দুর্বলতা ছিল| ভোটে জেতার জন্য যে সংগঠনের প্রয়োজন হয়, তা আমাদের ছিল না | একজন নেতা কখনও জেতেন না, কখনও হারেন না| জেতে সংগঠন |’ তবে, জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল| ভোটের দিনও যেভাবে রিগিংয়ের অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা, এদিনও সেই অবস্থান থেকে সরেননি তিনি | তিনি বলেন, “মানুষকে যদি ভোট দিতে দিত তাহলে কী ফলাফল হত সেটা আমরা, আপনারা সকলেই জানতেন | ৮২ ওয়ার্ডের চিত্র যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে পরিমাণে ওখানে ভোট পড়েছে তা পুরো ছাপ্পা ভোট | ফেক ভোটিং হয়েছে | আমি নিজেই তো ধরেছিলাম অনেককে সেখানে | সংবাদমাধ্যমের সামনেই সেই ছবি প্রকাশ্যে এসেছিল | আমি ১০১ শতাংশ নিশ্চিত ছাপ্পা ভোটের বিষয়ে|” এরপর ফেসবুকেও একটি পোস্ট করেন ভবানীপুরের পরাজিত বিজেপি প্রার্থী |সেখানে তিনি লেখেন, ‘আমি আমার দলের নেতৃত্ব এবং কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি, তাঁরা আমার থেকেও বেশি উদ্যোগী হয়েছিলেন এই ভোটকে ঘিরে | আমি অনুভব করছি, শাসক শিবিরের ক্রমাগত ভয় দেখানোর কারণেই গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যায়নি |আমি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার তাগিদে কাজ করে যাব | মানুষের পাশ থেকে আমি সরব না|’