দেবাশীষ পাল,মালদহ :- চোর অপবাদ দিয়ে আদিবাসী শিক্ষককে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের প্রাক্তণ কাউন্সিলার এখনও গ্রেফতার না হওয়ায় এবার মালদহের সদর মহকুমাশাসককে লিখিত অভিযোগ জানাল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সমেত মোট চারটি সংগঠন |বুধবার মহকুমা শাসকের কাছে ওই অভিযোগ সংগঠনগুলির তরফে জানানো হয়|তৃণমূলের নেতা বলেই অভিযুক্তকে ধরতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ জানানো হয় সংগঠনের তরফে | অবিলম্বে অভিযুক্ত প্রাক্তণ কাউন্সিলরকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনগুলি | সগঠনের তরফে জানানো হয় ওই শিক্ষক আত্মীয় বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন| সে সময় তার উপর চোর সন্দেহ মারধর করে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি রাখেন |জানা গেছে, ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরিতোষবাবুর বাড়ি মালঞ্চপল্লিতে | সোমবার সেখানে এক আত্মীয়ের বাড়িতে যান হবিবপুরের মানিকোড়া স্কুলের শিক্ষক সুদীপবাবু | জেলায় ক্রীড়াবিদ হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে তাঁর | আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় তাঁকে সাইকেল চোর অপবাদ দিয়ে পেটাতে শুরু করেন পরিতোষবাবু | লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে | তিনি চুরি করেননি বলে বার বার জানালেও থামেননি ওই তৃণমূল নেতা| খবর পেয়ে সুদীপবাবুর আত্মীয়রা এসে তাঁকে উদ্ধার করেন | ভুল বুঝতে পেরে সুদীপবাবুর কাছে ক্ষমা চেয়ে নেন পরিতোষ চৌধুরী|