দেবরীনা মণ্ডল সাহা :- তৃণমূলের জনসংযোগ যাত্রার প্রথম দিনই উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা | রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে | এমনকী, ব্যাগ ছিনতাই ও মোবাইল ভেঙে দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে | এহেন পরিস্থিতিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কড়া ভাষায় আক্রমণ করলেন সুস্মিতা | জানা গিয়েছে, এখানে পুরভোটের প্রচারে নেমেছিলেন তাঁরা | কয়েকজন আইপ্যাক টিমের সদস্যও সেখানে ছিলেন | তাঁদের সঙ্গে কথা বলছিলেন সুস্মিতা দেব | তখনই বেশ কয়েকজন এসে গাড়ি ভাঙচুর করতে থাকে | গাড়িতে একটি লাউড স্পিকার লাগানো ছিল| সেখান থেকেই প্রচার করা হচ্ছিল |তাতে হামলা চালানো হয়,ভাঙচুর করা হয় বলে অভিযোগ |
পুলিশে দায়ের করা অভিযোগ থেকে জানা গিয়েছে, সুস্মিতা দেব-সহ ১০ জন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয় | ত্রিপুরায় দলের প্রচারাভিযানে হামলার অভিযোগে বিপ্লব দেবের সরকারকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | টুইটে অভিষেক লিখেছেন, ‘বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় বিরোধীদের উপর আক্রমণ নতুন রেকর্ড স্থাপন করছে! একজন মহিলা রাজ্যসভার সাংসদ, সুস্মিতা দেবকে শারীরিকভাবে হেনস্থা করা হল | লজ্জাজনক এবং রাজনৈতিক সন্ত্রাস। সময় ঘনিয়ে এসেছে। ত্রিপুরার মানুষ উত্তর দেবে!’