Breaking News

বেলঘড়িয়ায় একসঙ্গে ২ যুবকের মৃত্যু ট্রেনের ধাক্কায়,অন্যদিকে ছিনতাইবাজের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গেলেন ১ মহিলা!

দেবরীনা মণ্ডল সাহা :- মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের | আর এক মহিলা ট্রেন থেকে স্টেশনে পড়ে গিয়ে জখম হলেন | শুক্রবার রাত ন’টা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দমদম স্টেশন চত্বরে | জানা গেছে, বছর ৪২-এর ওই মহিলা নিউ ব্যারাকপুর লেলিন গড়ের বাসিন্দা |অভিযোগ, দমদম স্টেশনে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন ওই মহিলা | সেখান থেকে নিজের জিনিসপত্র বাঁচাতে গিয়েই স্টেশনে পড়ে জখম হলেন এক মহিলা |তাঁকে উদ্ধার করে আরপিএফ | অন্যদিকে শুক্রবার রাতেই দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক | স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে দমদম-বেলঘড়িয়া স্টেশনের মাঝখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে | বেলঘড়িয়া সেতুর নীচে আপ ট্রেনে ধাক্কা খান দুই যুবককে | সেই ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তাঁরা | মৃতদের নাম সদানন্দ বণিক(২৬), পেশায় গাড়ি চালক | আর একজন রাজু মণ্ডল (৩২)। পেশায় মাছ ব্যবসায়ী | ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে | তখনই আপ ট্রেন ঢোকে এবং ধাক্কা দিলে মৃত্যু হয় দু’জনের | পুলিশ সূত্রে খবর, ট্রেন আসার ঘোষণা হয়ে গিয়েছিল | তারপরও ঝুঁকি নিয়ে পারাপার করতে যান এই দুই যুবক | তখনই আপ লাইনে ট্রেন এসে যায় এবং ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের | মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়| তবে এই দুর্ঘটনার জেরে খানিকক্ষণ রেল চলাচল বিঘ্নিত হয় | শোকের ছায়া নেমেছে তাঁদের পরিবারে | আবার অন্যদিকে এক মহিলার ব্যাগ ছিনতাই করতে চেষ্টা করে ছিনতাইবাজ | আর সেই ব্যাগ বাঁচাতে গিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি | আপ শিয়ালদহ–হাসনাবাদ লোকালে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল আর তা বাঁচাতে গিয়ে ধাক্কাধাক্কিতে ট্রেন থেকে পড়ে যান নিউ বারাকপুরের বাসিন্দা ওই মহিলা | ঘটনাস্থলে আরপিএফ এর বিশাল পুলিশবাহিনী ছুটে আসে এবং ওই আহত মহিলাকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *