Breaking News

‘গাজাতে বোমা পড়লে মিছিল আর বাংলাদেশ নিয়ে চুপ!’বিস্ফোরক শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :- বাংলাদেশের কুমিল্লায় দুর্গাপুজোয় তাণ্ডবের ঘটনার পর থেকে প্রতিনিয়ত বাংলার শাসক দলকে আক্রমণ করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী | ‘গাজাতে বোমা পড়লে মিছিল বের করেন, বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খোলেননি কেন বাংলা মেয়ে’, উপনির্বাচনের দোরগড়ায় ভোট প্রসঙ্গ তুলে ফের বাংলাদেশ ইস্যুতে মমতাকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী | শুভেন্দুবাবুর কথায়, মেরুকরণের কিছুই নেই | তিনি তো যেকোনও কাজে টুইট করেন। গাজাতে বোমা পড়লে মিছিল বের করেন | কিন্তু বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খোলেননি কেন বাংলার মেয়ে বলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে তীব্র আক্রমণ করেন এদিন শিশির পুত্র | এদিন তিনি পুজোয় মমতার আদলে দুর্গা প্রতিমার বিতর্কিত প্রসঙ্গও তুলেছেন | শুভেন্দু বলেন, ধর্মনিরপেক্ষ রাজনীতি মানে দুর্গার মুখে মুখ্যমন্ত্রীর মুখ বসানো নয় | অভিযোগ করেন, তোষণের রাজনীতি করছে তৃণমূল | প্রসঙ্গত,বাংলাদেশের ঘটনা নিয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু | তারপর ধারাবাহিক ভাবে রাজ্যের শাসক দলকে নিশানা করে আসছেন তিনি| বাংলাদেশে হিংসা নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন | দেশের বিভিন্ন বিষয় নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হিংসা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি | যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে | প্রসঙ্গত, বাংলাদেশে এই ঘটনার সূত্রপাত কুমিল্লার একটি পুজো প্যাণ্ডেলকে কেন্দ্র করে | সোশ্যাল মিডিয়ায় কুমিল্লার ওই পুজো কমিটির বিরুদ্ধে কোরানের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে | তারপরই ওই পুজো মণ্ডপে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বাংলাদেশের পুলিশ | কুমিল্লার হিংসার ঘটনার পরই চাঁদপুরের হাজিগঞ্জ চট্টগ্রাম ও বাংশখালি ও কক্সবাজারের পেকুয়া মন্দির এলাকাতে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনা ঘটে | তারপরেও থামেনি হিংসা। তাণ্ডবলীলা চলে বাংলাদেশের ইসকনের মন্দিরে | বাংলাদেশের হিংসাকাণ্ডে ইতিমধ্য়েই মূলচক্রী ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ | তবে এই হিংসাকাণ্ডে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *