Breaking News

দুয়ারে রেশন মামলায় কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা রেশন ডিলারদের,আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আদালতে ফের ধাক্কা রেশন ডিলারদের | গতকালের পর আজও আদালতে আবেদন খারিজ হয়ে গেল রেশন ডিলারদের একাংশের আবেদন| দুয়ারে রেশন স্থায়ীকরণ করার জন্য রাজ্য সরকার একটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে| রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বেশ কয়েকজন রেশন ডিলার | তাঁদের দাবি, রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির ওপরে স্থগিতাদেশ জারি করুক আদালত | প্রসঙ্গত, রাজ্য সরকার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরুর নির্দেশ দিতেই প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কিছু রেশন ডিলার | মামলাকারী রেশন ডিলারদের দাবি ছিল, “রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রীয় রেশন বণ্টন আইনের পরিপন্থী | প্রকল্পটি একাধারে খরচ সাপেক্ষ | সেই সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থ ও কর্মচারী প্রয়োজন, তাও অধিকাংশ রেশন ডিলারদের কাছে নেই|”পুজোর আগে হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ তাঁদের আবেদন খারিজ করে দিয়েছিলেন| জানিয়েছিলেন, পরবর্তীকালে যদি দেখা যায়, রাজ্য সরকার আইন না মেনে এই প্রকল্প চালু করছে, তখন ডিলাররা আদালতে আসতে পারেন | এই নির্দেশিকার পরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রেশন ডিলারদের একাংশ | আজ শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, আবেদনকারীদের আবেদন খারিজ করেছিল সিঙ্গল বেঞ্চ | রেশন ডিলারদের দাবি ছিল, তাঁদের কাছে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা নেই | কিন্তু, সেই আবেদন খারিজ হয়ে যায় | সাধারণ মানুষের বাড়িতেই রেশন পৌঁছে দিতে হবে বলে জানানো হয়েছিল আদালতের তরফে | দুয়ারে রেশন না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয় | আবেদনকারীরা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে আবেদন করেন | তাঁদের আর্জি, কোনও শাস্তিমূলক ব্যবস্থা যেন না নেওয়া হয় | ইতিমধ্যে বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে | তাই আজ জানিয়ে দেওয়া হল, এমত অবস্থায় এই মামলা অবকাশকালীন বেঞ্চে গ্রহণযোগ্য হতে পারে না | এদিন অবকাশকালীন বেঞ্চের তরফে জানানো হয়, হাইকোর্ট যখন খুলবে, যে দিন মামলার শুনানি ধার্য হয়েছে, সে দিন শুনানি হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *