দেবরীনা মণ্ডল সাহা :- মঙ্গলবার অ্যাডভাইসরি জারি করে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা হল | এবার থেকে সরকারি হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রে অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে | একই নিয়ম বলবৎ করা হবে সরকারি হাসপাতালের পিপিপি মডেলের ডায়গনোস্টিক সেন্টারের ক্ষেত্রেও | স্বাস্থ্যসাথীর কার্ড থাকা রোগীরা যাতে বেসরকারি হাসপাতালে ঠিকমতো সুবিধা পান, সেজন্য অ্যাডভাইসারি পাঠাল স্বাস্থ্য দফতরের অধীনস্থ স্বাস্থ্যসাথী সমিতি | একইসঙ্গে সরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও সম্প্রতি অ্যাডভাইসারি জারি করেছে স্বাস্থ্যসাথী সমিতি | মঙ্গলবার জারি করা নতুন অ্যাডভাইসরি অনুযায়ী, প্যাকেজ বহির্ভূত কোনও টাকা নেওয়া যাবে না | প্রসঙ্গত বিভিন্ন সময় অভিযোগ উঠছে স্বাস্থ্যসাথী প্রকল্পের ১৯০০ প্যাকেজের বাইরেও টাকা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি | তাই নতুন আদেশে অতিরিক্ত কোনও টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল | পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি রেটে বিল করতে হবে | প্রসঙ্গত, সোমবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক চলাকালীন ক্ষুব্ধ মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, শুনেছি, বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না | এমনটা হলে আগে চিহ্নিত করুন | দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে| দরকার হলে আমি তাদের লাইসেন্স বাতিল করব | এরপরই কড়া অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর | বেসরকারি হাসপাতালের পাশাপাশি সরকারি হাসপাতালের ক্ষেত্রেও স্বাস্থ্য দফতর অ্যাডভাইসারি জারি করেছে | সেক্ষেত্রে সরকারি হাসপাতালগুলিকে জানানো হয়েছে, কোনও রোগী এলে তাঁকে ইনডোরে ভরতি করানোর ক্ষেত্রে স্বাস্থ্যসাথী বা অন্য কোনও স্বাস্থ্য প্রকল্পের কার্ড থাকলে তাঁকে সেই কার্ডের আওতায় আনতে হবে| কেন্দ্রীয় হেলথ স্কিম বা ইএসআইয়ের কার্ড থাকলেও তাঁকে তার আওতায় আনতে হবে |পাশাপাশি কোনও রোগীর পরিবার যদি স্বাস্থ্যসাথীর কার্ড আনতে ভুলেও যান, তাঁকে কার্ডের নম্বর ধরে হাসপাতালে ভরতি করানোর কথাও বলা হয়েছে |