দেবরীনা মণ্ডল সাহা :- রবিবার নদিয়ার নাকাশিপাড়ার তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড | মৃত্যু হল সেখানকার এক কর্মচারীর | ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় | খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন| দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন|পুলিশ জানায়, ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নাকাশিপাড়ারই চিকিৎসক অমর সরকারের তেলের গুদাম ছিল | সেখানে অবৈধভাবে জাল জ্বালানি তেলের কারবার চলত বলে অভিযোগ | এদিন সকালে হঠাৎ করেই সেই গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে | অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই গুদামের কর্মচারী রঞ্জিত বৈরাগ্যের| দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে |
ঘটনার পর থেকেই পলাতক ওই গুদামের মালিক অমর সরকার | তাঁর খোঁজ শুরু হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ‘হাতুড়ে’ চিকিৎসক অমর সরকারের ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে যুগনিতলায় জ্বালানি তেলের গুদাম রয়েছে| ওই গুদামের মধ্যেই তিনি অবৈধ তেলের ব্যবসা করতেন বলে অভিযোগ | তবে এই অগ্নিকাণ্ড ও রঞ্জিত বৈরাগ্যর মৃত্যুর জন্য তেলের গোডাউনের মালিক ডা. অমর সরকারকেই দায়ী করছেন মৃতের পরিবার থেকে স্থানীয়রা | ওই গোডাউনে জ্বাল ডিজেল তৈরির অভিযোগেরও তদন্ত শুরু করেছে পুলিশ |