Breaking News

হালকা কুয়াশায় ঢাকা হিমেল পরশেই আপাতত সকাল শুরু হচ্ছে কলকাতাবাসীর,কালীপুজোর রাতে আরও নিচে নামবে তাপমাত্রা!

দেবরীনা মণ্ডল সাহা :- তাপমাত্রার পারদ কমেছে, বাংলায় বেড়েছে শীতের আমেজ | গত শনিবার থেকেই শীতের ছোঁয়া লেগেছে বাংলার গায়ে | রাত থেকে ভোরের দিক পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করছে ২০ ডিগ্রির আশেপাশে | বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে | বোঝাই যাচ্ছে বঙ্গে শীতের প্রবেশ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা | আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রাতে ঢুকতে শুরু করেছে উত্তরের হাওয়া | মূলত সেই কারণেই শীত শীত ভাব অনুভূত হচ্ছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় | তবে আনুষ্ঠানিকভাবে শীত পড়তে এখনও বেশ কিছুটা দেরি| আর তাই রাতের দিকে তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে গেলেও সকালে কিন্তু এখনও বেশ ভালোই গরম অনুভূত হচ্ছে | গোটা সপ্তাহ জুড়ে বিনা বাধায় উত্তরের শীতল বাতাস প্রবেশ করবে রাজ্যে |
এর ফলে চলতি সপ্তাহেই কলকাতাতেও শীতের অনুভূতি আরও কিছুটা বাড়বে | তবে বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে | তবে সন্ধে হতেই বাতাসে ঠান্ডা আমেজ ফিরে আসবে পাশাপাশি সোমবার ও মঙ্গলবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে | এদিকে উত্তরবঙ্গে আজ ও কাল দার্জিলিং ও কালিম্পঙে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর | হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির আর কোনও সম্ভাবনাই নেই | অন্যদিকে বাতাসে আদ্রতার পরিমাণ অনেকটাই কমে যাওয়ায় শুষ্ক ভাব অনুভূত হতে শুরু করেছে ইতিমধ্যেই | আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবিবার কলকাতায় দিনের বেলা তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস| কিন্তু রাতে সেই তাপমাত্রাই কমে দাঁড়ায় ২০.৬ ডিগ্রি সেলসিয়াসে | রবিবারের মত সোমবারের রাতেও তাপমাত্রার পারদ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে| পাশাপাশি দিনের বেলায় আপাতত আকাশ থাকবে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল | ইতিমধ্যেই দার্জিলিংয়ে চড়চড়িয়ে নেমেছে তাপমাত্রার পারদ | রবিবার দার্জিলিং-এর তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *