প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় পা রেখে কংগ্রেসকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |জানবাজারের সভা থেকে এদিন তিনি বলেন, ‘কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলতে চেয়েছিলাম| কিন্তু ওরা এগিয়ে আসতে পারেনি | আমার রাজ্যে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, আর আমরা অন্য রাজ্যে গিয়ে সমর্থন করে চলে আসব | এটা হয় নাকি! আমরা কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলব বলেই ২০১১ সালে জোট করেছিলাম | কিন্তু ওরা লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়িয়ে যাচ্ছিল | তাতে মানুষের অসুবিধা হচ্ছিল | তাই ছেড়ে আসতে বাধ্য হয়েছি | কাউকে তো এগোতেই হবে |’ এদিন বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি বলেন, ‘আমি গোয়ায় গেলাম আমাকে কালো পতাকা দেখাতে এলো কয়েকজন মূর্তিমান | আমি নমস্কার জানিয়েছি | কারণ দু’দিন বাদে জনতা ওদের ব্ল্যাকলিস্ট করে দেবে | আমার পর কংগ্রেসের আর এক নেতা তো গেল বিশাল কনভয় নিয়ে | সেখানেও হোর্ডিং ছিল, ব্যানার ছিল| কই তাঁকে তো কিছু বলা হল না | কংগ্রেস কোন লড়াইটা করেছে বিজেপির বিরুদ্ধে | বরং সিপিআইএমের সঙ্গে হাত মিলিয়েছে | যাঁরা ওদের চিরশত্রু|’ গোয়ায় গিয়ে কংগ্রেসকে যেমন আক্রমণ করেছিলেন, ঠিক তেমনই কলকাতায় ফিরেও একই ভাষায় তোপ দেগেছেন তৃণমূল নেত্রী |