প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপি ছাড়ছেন জয় বন্দ্যোপাধ্যায় | শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছেন তিনি | তবে তিনি কোন দলে যোগদান করতে চলেছেন সে ব্যাপারে এখনও কিছু জানাননি | বর্তমানে বঙ্গ বিজেপির রাজ্য সহ-সভাপতি জয় বন্দোপাধ্যায় | বেশ কয়েকদিন ধরেই তাঁর গলা বেসুরো বাজছিল | এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে দিলেন এই বিজেপি নেতা |এদিন চিঠিতে তিনি তাঁর অভিমানের কথা লিখে জানিয়েছেন, খুব শীঘ্রই বিজেপি ছাড়ছেন| জয় বন্দ্যোপাধ্যায় বলেন,”আমি বিজেপিতেই ছিলাম প্রথম থেকে | কিন্তু কিছু বিষয়ে আমার দলের উপর খারাপ লাগা তৈরি হয়েছে| আমি খুবই দুঃখ পেয়েছি | আমায় জাতীয় কার্যনির্বাহী পদ থেকে সরিয়ে রাজীব বন্দ্য্যোপাধ্যায়কে করা হয়েছিল| এখন তিনিও দলবদল করে নিয়েছেন | একাধিকবার আমি এই রাজ্যে মার খেয়েছি| তবুও গতকাল আমার নিরাপত্তা সরিয়ে নেওয়া হয় | সেই কারণে প্রধানমন্ত্রীকে আমি জানিয়ে দিয়েছি যে আমি নিজেকে বিজেপি থেকে সরিয়ে নিলাম | আর আমি মানুষের কাজ করি | তাই যেই দলের সঙ্গে মানুষ রয়েছে আমি সেই দলে রয়েছি| যেই দল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই দল আমি ছাড়ছি|” পাশাপাশি তিনি আরও যোগ করে বলেন,’আমি ২০১৪ সাল থেকে জীবন বিপন্ন করে বীরভূম,মুর্শিদাবাদ ঘুরেছি | যখন কেউ ছিল না সেই সময়ও আমি সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করে গিয়েছি | এরপর ২০১৭ সালে নরেন্দ্র মোদীর চোখে-চোখ রেখে আমি কলাইকুন্ডাই বিমানবন্দরে তাঁকে জানাই যে, আমি দলের হয়ে প্রচুর কাজ করি কিন্তু তারপরও আমায় অবহেলা করা হয় |’রাজীব বন্দোপাধ্যায়ের পর কি এবার জয় বন্দ্যোপাধ্যায়? বিজেপি ছাড়ছেন তিনি? তাহলে দলবদল করে কি তৃণমূলে যোগদানে সম্ভবনা রয়েছে তাঁর? এইরকম একাধিক প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে |