Breaking News

ফের আইনি জটে ইষ্ট-ওয়েস্ট মেট্রো!মেট্রো রেলের নির্মাণ কাজ সেন্ট্রাল পার্ক এলাকায়, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার মেট্রো রেলের নির্মাণ কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা| এবার সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন নিয়ে তীব্র আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে | মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও পার্ক এলাকায় নির্মাণকার্য চালানো যায় না | এমনকী পার্কের ভিতরে কোনও হাসপাতাল বা বিদ্যালয়ও করা যায় না | কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ পার্কের ভিতরেই নির্মাণকাজ চালাচ্ছেন | এতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে, তাই অবিলম্বে ব্যবস্থা নিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারীরা | আর এই আইনি জটিলতায় মেট্রো রেল কর্তৃপক্ষ বেশ চাপে পড়ে গেল| কারণ সল্টলেক সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় মেট্রো রেলের নির্মাণ কাজ ঘিরে আপত্তি তোলা হয়েছে | এমনকী সেই আপত্তি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে | ফলে থমকে গিয়েছে মেট্রো রেলের নির্মাণ কাজ | এই নির্মাণ কাজের আপত্তি তুলতেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় যে কাজ চলছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে| উক্ত আপত্তি সম্পর্কে তাঁদেরকি মত তাও জানতে চাওয়া হয়েছে | এই নির্দেশই দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে | আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ | মামলাকারীরা এও জানিয়েছেন, সল্টলেকের সেন্ট্রাল পার্কের সংলগ্ন বিভিন্ন জায়গা বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে | আর সেটা নিয়ে ব্যবসা চলছে | তাতে আপত্তি রয়েছে এলাকাবাসীর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *