Breaking News

পুরনো নেতাকর্মীদের সঙ্গেই তৃণমূলের অন্দরে দ্বন্দ্বের রেশ, ফের উত্তপ্ত মালদহের হরিশ্চন্দ্রপুর

নিজস্ব সংবাদদাতা :- তৃণমূলের অন্দরে দ্বন্দ্বের রেশ অব্যাহত মালদহের হরিশ্চন্দ্রপুর এ। দুর্নীতিগ্রস্থ নেতাকে পদ দেওয়ার অভিযোগে একদিন আগেই সরব হয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। ওই নেতাকে না সরানো হলে গোটা পঞ্চায়েত নির্দল ঘোষনা করা হবে বলেও হুমকিও দেওয়া হয়েছে। তার রেশ না কাটতেই দলের পুরনো নেতাকর্মীদের বিক্ষোভের রেশ আছড়ে পড়ল রাস্তায়। কমিটি গঠনকে ঘিরে জেলা নেতৃত্বে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজে টায়ার পুড়িয়ে জাতীয় সড়ক ও দুটি রাজ্য সড়ক অবরোধ করে শাসকদলের নেতাকর্মীদের বিক্ষোভে তেতে উঠল গোটা এলাকা।

হরিশ্চন্দ্রপুরে-১ ব্লক তৃণমূল সভাপতিকে অপসারণ করে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি করতে হবে বলেও দাবি করা হয়। এদিনের অবরোধ-বিক্ষোভে যারা হাজির ছিলেন, তারা অধিকাংশই দলের পুরনো কর্মী। তাদের অভিযোগ, পুরনো কর্মীদের দলে গুরুত্ব দূরের কথা, সন্মান দেওয়া হচ্ছে না। তারা দলকে হরিশ্চন্দ্রপুরে প্রতিষ্ঠিত করেছেন। অথচ সম্প্রতি যারা বিভিন্ন দল ছেড়ে শাসকদলে যোগ দিয়েছেন তাদেরকেই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে। অন্যদিকে, তুলসিহাটার পর এদিনের ঘটনার পর স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেতা অজয় গাঙ্গুলি বলেন, কাল পঞ্চায়েতে, আজ রাস্তায় বিক্ষোভ। দলের দ্বন্দ্ব কোথায় পৌঁছেছে তা এতেই স্পষ্ট। কিছুদিন পর দলটাই উঠে যাবে। এদিনের অবরোধ বিক্ষোভে ছিলেন মহেন্দ্রপুর গ্রাম প়্চায়েতের উপপ্রধান আবুল কালাম, মকরম আলি ওরফে স্বপন। তাদের অভিযোগ, ব্লক সভাপতি অযোগ্য লোকদের কমিটিতে রেখেছেন। যারা বন্যাত্রানের টাকা আত্মসাত করেছেন তাদের বড় বড় পদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারী নেতা কৃষ্ণ মহালদার বলেন, মানিক দাস কংগ্রেস ছেড়ে কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন! অথচ তাকেই ব্লক সভাপতির পদ দেওয়া হয়েছে। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে কংগ্রেসের প্রার্থী ছিলেন। তৃণমূলের কাছে তিনি হেরে যান। এখন যারা তাকে হারিয়েছিলেন, বেছে বেছে তাদের বদলা নিচ্ছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *