Breaking News

‘‌মে মাসের মধ্যে বাকি ভোট চায় রাজ্য সরকার’, কলকাতা হাইকোর্টে জানাল নির্বাচন কমিশন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা পুরসভা নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর | রাজ্যের আরও ১১৩টি পুরসভার ভোট এখনও বাকি | সেসব পুরসভায় ভোট করানো নিয়ে রাজ্যের কী ভাবনা, তা জানতে চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি | সেই মামলার শুনানিতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে হাই কোর্ট জানতে চেয়েছিল পুরভোট নিয়ে চিন্তাভাবনা কী | সোমবার হলফনামায় সেই প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন | জানানো হয়েছে, আগামী মে মাসের মধ্যে পুরভোট করাতে প্রস্তুত কমিশন | আর সেই হলফনামায় রাজ্য নির্বাচন কমিশন উল্লেখ করেছে, ‘‌করোনাভাইরাস মহামারীর হাত থেকে ভোটারদের রক্ষা করতেই দফাভিত্তিক ভোটের প্রয়োজন | ৬ থেকে ৮ দফায় ভোট চায় রাজ্য সরকার | মে মাসের মধ্যে বাকি ভোট শেষ করতে চায় রাজ্য সরকার |’ সুতরাং বাকি পুরসভা নির্বাচনগুলি মে মাসের মধ্যে হতে চলেছে বলে মনে করা হচ্ছে | সোমবার নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে, ‘‌নির্বাচন কমিশনের কাছে আছে ১৫ হাজার ৬৮৭ ইভিএম | কলকাতা পুরসভা নির্বাচনে ব্যবহার করা হবে ৭ হাজার ২১০টি ইভিএম | আর নির্ধারিত দিনে গণনা না হলে হাতে থাকবে ৮ হাজার ৪৭৭ ইভিএম| দফাভিত্তিক গণনা না হলে পরের ভোটের জন্য ইভিএম থাকবে না|’তবে এখানে রাজ্য নির্বাচন কমিশন দফাওয়ারি ভোটের কথা উল্লেখ করেছে | যা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি কলকাতা হাইকোর্ট |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *