Breaking News

পুরভোট মামলার শুনানি শেষ,রায় স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট,মামলাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন কমিশনের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতায় পুরভোট ১৯ ডিসেম্বর| সব পুরসভার নির্বাচন একসঙ্গে নয় কেন?‌ এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল | আজ, শুক্রবার সেই মামলার শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে | কিন্তু শুনানি শেষ হলেও রায় ঘোষণা করেনি আদালত | সোমবার এই মামলার রায়দানের সম্ভবনা রয়েছে | পুরভোট মামলায় হাইকোর্টে সওয়াল জবাবে মামলাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কমিশন | কমিশনের আইনজীবীর প্রশ্ন,’মামলাকারী ভোট স্থগিত করতে চান? নাকি দ্রুত নির্বাচন চান?এটা পরিস্কার করা প্রয়োজন |’অন্যদিকে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কত দফায়, কোন কোন পুরসভায় আর কোন কোন দিন ভোটগ্রহণ সম্ভব তা জানতে চায় আদালত | পুরসভার-পরিকল্পনা সম্পর্কে নির্দিষ্ট তথ্য চাইল আদালত | নির্ঘণ্ট তৈরি হয়েছে কি না এই সওয়ালের কোনও সদুত্তর মেলেনি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের তরফে| এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয় | তখন অবশ্য অনেকেই মনে করছিলেন আজই রায়দান করতে পারেন বিচারপতিরা| কিন্তু বাস্তবে দেখা গেল, শুনানি শেষ হলেও রায় প্রকাশিত হল না | তা স্থগিত রাখা হয়েছে | এদিন আদালতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে এম১ এবং এম২ ইভিএম রয়েছে | এই ইভিএম মেশিনে ভিভিপ্যাটের সুবিধা নেই |ভিভিপ্যাটের সুবিধা আছে এম৩ ইভিএম মেশিনে | সেগুলি লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ব্যবহার করা হয় | এই কথা শোনার পর বিচারপতিরা কোনও উত্তর দেননি | শুধু জানিয়েছেন, জনস্বার্থ মামলা এখানেই শেষ হচ্ছে | আর রায়দান স্থগিত রাখা হচ্ছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে | এই মামলার শুনানি নিয়ে বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দ বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশনের হাতে ১৫ হাজারের বেশি ইভিএম আছে |কলকাতা পুরসভায় যদি সাত হাজার ইভিএম ব্যবহার করা হয় তাহলে হাতে থাকে বাকি ইভিএমগুলি | সেগুলি দিয়ে কেন অন্য পুরসভার ভোট করানো হল না?’আগামী সোমবারই এই মামলার চূড়ান্ত রায়দানের সম্ভাবনা রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *