Breaking News

ফুলশয্যার পরদিনই ‘আত্মঘাতী’ স্বামী,বরের ঝুলন্ত দেহ দেখল নববধূ, চাঞ্চল্য হাওড়ার শালিমারে!তদন্তে বি-গার্ডেন থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- মর্মান্তিক ঘটনা!ফুলশয্যার পরদিন ভোরেই আত্মঘাতী স্বামী |ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলেন নববধূ| ফিরে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলেন স্বামীকে | মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হাওড়ার শালিমার এলাকায় | সদ্য বিবাহিত যুবকের এহেন মৃত্যু ঘিরে শুরু হয়েছে গুঞ্জন | কী কারণে ফুলশয্যার পরদিনই নিজেকে শেষ করে দিলেন যুবক, উঠছে সেই প্রশ্ন|আদর্শ সাউয়ের সঙ্গে গত ৭ তারিখ বিয়ে হয়েছিল ব্যারাকপুরের বর্ষা কুমারীর |

জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতি ছিল, ধুমধাম করে বিয়েও হয়| গতকাল ছিল ফুলশয্যা | শুক্রবার ভোরে বর্ষা কুমারী ঘুম থেকে উঠে বাথরুমে যান | ফিরে এসে দেখেন ওই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আদর্শ | এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবে চমকে যান নববধূ | কান্নায় ভেঙে পড়েন তিনি | গোটা পরিবারই কার্যত স্তব্ধ হয়ে যায় এই ঘটনায় | খবর পাঠানো হয় পুলিশে| হাসপাতালে নিয়ে যাওয়া হয় আদর্শকে| তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা | মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য | নববধূ বর্ষা কুমারী জানান, বিয়ের আগেও আদর্শের সঙ্গে ফোনে কথা হতো | কোনওদিন কিছু বোঝা যায়নি | শুক্রবার ভোরে তাঁকে ফ্রেশ হওয়ার কথা জন্য বলেছিলেন আদর্শ | আর তিনি শৌচালয়ে যেতেই এই ঘটনা | পরিবারের লোকজনও বুঝে উঠতে পারছেন না এর কারণ | দু’জনের মধ্যে কারও কি অন্য কোথাও প্রেমঘটিত সম্পর্ক ছিল? সেই প্রশ্নও এড়ানো যাচ্ছে না | ঘটনার তদন্তে নেমেছে বি-গার্ডেন থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *