Breaking News

মিলল না বিদেশমন্ত্রকের ছাড়পত্র,বাতিল মুখ্যমন্ত্রীর নেপাল সফর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নেপালের শাসক দল নেপালি কংগ্রেসের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে | কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর নেপাল সফরে ‘না’ কেন্দ্রের | বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় নেপাল যাওয়া হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের | ১০-১২ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে একটি কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর | কিন্তু, মুখ্যমন্ত্রীর নেপাল সফরে ছাড়পত্র দিল না বিদেশমন্ত্রক | কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সফরে রাজি হয়নি বিদেশমন্ত্রক বলে সূত্রের খবর | এর আগে এই বছর‌ই রোমের সান্তিয়াগোতে ওয়ার্ল্ড পিস সামিটে আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | ভারত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমন্ত্রণ জানানো হয়েছিল | অক্টোবর মাসের প্রথমার্ধে তাঁর যাওয়ার কথা ছিল | কিন্তু বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় তখন রোম যেতে পারেন নি তিনি | মুখ্যমন্ত্রী হিসাবে এই সফর ‘সঙ্গতিপূর্ণ নয়’, এমনটাই বক্তব্য ছিল বিদেশমন্ত্রকের | তার আগে চিন সফরে যাওয়ার ছাড়পত্র‌ও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে | একেই করোনার সংক্রমণ, তারওপর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বাড়বাড়ন্ত | এই কারণেই শুক্রবার সকালেই এই সফরে না করেছে বিদেশমন্ত্রক বলে সূত্রের খবর | পুরভোটের নেপালের শাসকদল নেপালি কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেপালে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় | সেই আমন্ত্রণ গ্রহণও করেন মুখ‌্যমন্ত্রী | নেপাল যাত্রার জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয় কেন্দ্রের কাছে | কিন্তু কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে নেপালে যেতে পারবেন না মমতা | প্রসঙ্গত, নেপালি কংগ্রেসের ন্যাশনাল কনভেনশন রয়েছে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর | ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্যই আমন্ত্রণ করা হয়েছে মমতাকে | আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘আমাদের বিশ্বাস, মমতার উপস্থিতি আমাদের একজোট হয়ে কাজ করার, অন্য দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *