প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের ওমিক্রন আতঙ্ক কলকাতায় | বনগাঁর পেট্রাপোল সীমান্ত পেরিয়ে আসা এক বাংলাদেশি নাগরিক কোভিড পজিটিভ হওয়ায় আতঙ্ক বাড়ল আরও | স্বাস্থ্যদফতর সূত্রে খবর, তাঁকে পেট্রাপোল থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে| আপাতত সেখানে আইসোলেশনে থাকবে ৭৬ বছরের ওই ব্যক্তি | তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে কল্যাণীতে | এখনও পর্যন্ত এ নিয়ে বিদেশ থেকে আগত ২ জন ওমিক্রন আক্রান্ত বলে সন্দেহ |সীমান্তে করোনা পরীক্ষা করে জানা যায়, তিনি কোভিড পজিটিভ | শরীরে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন বাসা বেঁধেছে বলে সন্দেহ করা হয় | শুক্রবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে | গত ৯ ডিসেম্বর তিনি ঘোজাডাঙা সীমান্ত পার হওয়ার সময় তাঁর আরটি-পিসিআর পরীক্ষা করা হয় | ১০ ডিসেম্বর রাতে রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন স্বাস্থ্যদফতরের কর্মীরা | জানা গিয়েছে, তিনি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বাংলাদেশ থেকে | তবে আপাতত ৭ দিন তাঁকে কাটাতে হবে বেলেঘাটা আইডি হাসপাতালে | চিকিৎসকরা জানাচ্ছেন, করোনায় আক্রান্ত হলেও ওই বৃদ্ধের মৃদু উপসর্গ রয়েছে | তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে কল্যাণীর কেন্দ্রে| তা পেতে অন্তত ৭ দিন অপেক্ষা করতে হবে | ততদিন তিনি থাকবেন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে | অন্যদিকে ওমিক্রন আক্রান্ত সন্দেহে সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক মহিলা | সম্প্রতি তিনি ইংল্যান্ড থেকে ফিরেছিলেন | তারপর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে| তবে তিনি ওমিক্রনেই আক্রান্ত তা এখনও নিশ্চিত হয়নি |