দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুরসভার ভোটে প্রত্যাশামতোই উঠল সবুজ ঝড় | এবার নতুন পুরবোর্ড গঠনের পালা | পাশাপাশি জল্পনা চল কে হবেন কলকাতার মেয়র | কবেই বা শপথ নেবেন নবনির্বাচিত কাউন্সিলররা | মঙ্গলবার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | গুয়াহাটির বিমানে ওঠার আগেই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, আগামী ২৩ তারিখ কলকাতায় মহারাষ্ট্র ভবনে নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে| এদিন মমতা আরও বলেন, ”কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, মা-মাটি-মানুষকে, আমার ভাই- বোনেদের প্রণাম, অভিনন্দন, সালাম জানাই | আমি মনে করি, এই নির্বাচনটা হয়েছে গণ উৎসবে গণতন্ত্রের জয় | ভোটটাই হয়েছে উৎসবের মতো করে | এটাই মানুষ সবথেকে বেশি গণতন্ত্রে আশা করে | আমি যেহেতু আজ কামাক্ষ্যায় যাচ্ছি, যাওয়ার আগে যতটা পারলাম দেখা করে গেলাম | আপনাদের জানিয়ে গেলাম আমরা মা-মাটি-মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ | মা-মাটি-মানুষ আমাদের যত সমর্থন দেবেন, আমরা তা আরও নত মস্তিষ্কে আরও বেশি করে কাজ করব | কলকাতা আমাদের গর্ব | বাংলা আমাদের গর্ব | কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি |” মমতার আরও বলেন, ”নিশ্চয়ই এটা জাতীয় রাজনীতির জন্যও বড় জয় | কারণ, অন্যান্য সর্বভারতীয় দলও এই ভোটে আমাদের সঙ্গে প্রতিযোগিতায় শামিল হয়েছিল | ওরা একসঙ্গে লড়েছে | বিজেপি, কংগ্রেস এবং সিপিএম প্রত্যেকে লড়লেও মানুষ ওদের হারিয়ে দিয়েছে | এটাই মানুষের রায় | এটা উন্নয়নের কাজ করার জন্য, মানুষের কাজ করার জন্য আমাদের সাহায্য করবে | আমরা আরও বেশি বেশি করে কাজ করব মানুষের জন্য |” এরপরই বিরোধীদের একযোগে তাঁর কটাক্ষ, ”বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডুইচ |” ফের নতুন পুরবোর্ড গড়বে শাসক শিবির | মঙ্গলবার বেলা গড়াতেই এই ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হয়ে যায়। হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমার, মালা সাহা, ফিরহাদ হাকিমরা জিততেই উচ্ছ্বাসে মাতলেন দলীয় সমর্থকরা | দলীয় পতাকা, সবুজ আবির, ফুল-মালা নিয়ে শুরু হয়ে যায় বিজয়োৎসব |