প্রসেনজিৎ ধর, কলকাতা :- ময়নাগুড়িতে নাবালিকা ধর্ষণকাণ্ডের তদন্ত হবে একজন আইপিএস অফিসারের পর্যবেক্ষণে | সঙ্গে নির্যাতিতার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | বুধবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই নির্দেশ দেন | তবে কোন আধিকারিকের নেতৃত্বে তদন্ত হবে, তা পরে জানানো হবে | এদিন নির্যাতিতার বাবাকে নিজের চেম্বারে ডেকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ | তারপরই নির্যাতিতার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি | বুধবার সকালে মামলাটির শুনানি শুরু হলে নির্যাতিতার বাবা জানান, এই ঘটনায় সিবিআই তদন্ত চান না তিনি | রাজ্য পুলিশের তদন্তেই তিনি সন্তুষ্ট | নির্যাতিতার বাবার হয়ে সওয়াল করেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত | এরপরই মামলাকারীদের তরফে দাবি করা হয়, প্রবল রাজনৈতিক চাপের মুখে নিজের মেয়ের মৃত্যুর তদন্তটুকুও চাইতে পারছেন না নির্যাতিতার বাবা | কী অসম্ভব চাপ তাঁর ওপর থাকলে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের আগে তিনি জলপাইগুড়ি থেকে কলকাতা ছুটে আসেন তা বিচারপতিকে বিবেচনার জন্য বলেন তাঁরা | মামলাকারীদের দাবি ছিল, ময়নাগুড়ির নির্যাতিতাকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে না রাজ্য পুলিশ| যার জেরে যখন তখন যে কেউ এসে হুমকি দিয়ে যাচ্ছে তাদের। নির্যাতিতার পরিবারকে ভয়মুক্ত করতে কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েনের দাবি জানান মামলাকারীর আইনজীবী |এরপর দুপুরের বিরতিতে নির্যাতিতার বাবাকে নিজের চেম্বারে ডেকে পাঠান বিচারপতি ভরদ্বাজ | সেখানে তাঁর কাছে জানতে চান, কেন তিনি সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসছেন | নির্যাতিতার বাবা জানান, সিবিআই কী জিনিস জানা ছিল না তাঁর | না জেনেই তিনি দাবি তুলেছিলেন | পরে তিনি দেখেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করেছে পুলিশ| তাই সিবিআই তদন্তের দাবি থেকে সরে এসেছেন তিনি |এরপর মামলার দ্বিতীয় পর্বের শুনানিতে বিচারপতি ভরদ্বাজ নির্দেশ দেন, ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের ঘটনার তদন্ত হবে একজন আইপিএস-এর নজরদারিতে | এছাড়া নির্যাতিতার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্য পুলিশকে | সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করার পরেও আদালত রাজ্য পুলিশের ওপর আস্থা রাখাই স্বাভাবিক ভাবেই খুশি রাজ্য সরকার |