দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা হাইকোর্টে মামলা লড়তে এসে চরম হেনস্থার শিকার হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি.চিদম্বরম | মেট্রো ডেয়ারি সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করায় চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেসপন্থী আইনজীবীরা | প্রাক্তন অর্থমন্ত্রীকে ঘিরে ধরে তাঁকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় | আজ, বুধবার মেট্রো ডেয়ারি মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করতে এসেছিলেন পি.চিদম্বরম| তখনই তাঁকে তাড়া করলেন এক মহিলা আইনজীবী বলে অভিযোগ | এই ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি | ওই মহিলা আইনজীবীকে দেখা যায় ‘তৃণমূলের দালাল’ বলে চিৎকার করে বিক্ষোভ দেখাতে | তারপরই তাড়া করেন সেই মহিলা আইনজীবী | আদালত সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের হয়ে মামলা লড়তেই কলকাতায় এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী | মেট্রো ডেয়ারির মামলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বিরুদ্ধে সওয়াল করেন পি.চিদম্বরম | তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের আইনজীবীরা | অধীরের আইনজীবী কৌস্তভ বাগচি চিদম্বরমকে ‘মমতার দালাল’ বলেও মন্তব্য করেন | এমনকী প্রাক্তন মন্ত্রী তথা আইনজীবীর কোটও খুলে নেওয়া হয় বলে অভিযোগ | এরপরই দেখা যায় এক মহিলা আইনজীবী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে তেড়ে যান | ওই মহিলা আইনজীবীর নাম সুমিত্রা নিয়োগী | মহিলা আইনজীবী প্রথমে চিদম্বরমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন | পরে চিদম্বরমের গায়ের কোট খুলে নিয়ে তেড়ে যান | এই ঘটনায় হকচকিয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী | তাঁর নিরাপত্তার যে এমন হাল হবে তা ভাবতে পারেননি | মহিলা বলে কিছু বলেননি চিদম্বরম | তবে চিদম্বরম প্রথম নন, এর আগেও রাজ্য তৃণমূলের হয়ে মামলা লড়তে এসে কংগ্রেসীদের বিক্ষোভের মুখে পড়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভি,তাঁকেও কালো পতাকা দেখানো হয়েছিল |বর্ষীয়ান আইনজীবীর বিরুদ্ধে এই ধরণের আচরণে ক্ষুব্ধ রাজনৈতিক মহল, বিচারপতিদের মহল, আইনজীবীদের মহল এবং অবশ্যই খোদ কংগ্রেস হাইকম্যান্ড | তারপরে পরেই অধীরের কাছ থেকে রিপোর্ট তলব করল কংগ্রেস হাইকম্যান্ড |