দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কদিন আগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে নালিশ করে বিধায়কদের চিঠি এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার এই পরিস্থিতি দেখা গেল রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার ক্ষেত্রে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশের চিঠি গেল মন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে। মানস ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ, দলের অন্দরে ‘গোষ্ঠী রাজনীতি’ করছেন। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস বিধায়কদের একাংশ এই চিঠি তৃণমূল সুপ্রিমোকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর।সূত্রের খবর, ডিসেম্বরের প্রথমদিকেই এই চিঠি পৌঁছেছে মমতার কাছে। তা নিয়ে দলের শীর্ষস্তরের প্রতিক্রিয়া মেলেনি এখনও।মানস ভুঁইঞার বিরুদ্ধে এমনই অভিযোগে ফের দুপাতার চিঠি পাঠানো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্রের খবর, তাতে সই করেছেন কেশপুরের শিউলি সাহা, দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, নারায়ণগড়ের সূর্য অট্ট, দাসপুরের মমতা ভুঁইঞা, চন্দ্রকোণার অরূপ ধাড়া, ডেবরার হুমায়ুন কবীর, গড়বেতার উত্তরা সিংহ, পিংলার অজিত মাইতি। মানস ভুঁইঞা নিজের ‘গোষ্ঠী’কে বেছে বেছে সংগঠনে রদবদল করছেন বলে অভিযোগ। যদিও জেলা সংগঠনে তাঁর কোনও পদ নেই এই মুহূর্তে। তিনি সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী। কিন্তু ৮ বিধায়কের অভিযোগ, জেলায় আদি-নব্য ভাগাভাগি শুরু করেছেন মানস ভুঁইঞা। তাতে তাঁদের কাজ করতে অসুবিধা হচ্ছে। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর অবশ্য মানসবাবুর প্রতিক্রিয়া, ”আমি এসব কিছুই জানি না। আমি দলের অনুগত সৈনিক। দল যখন যে দায়িত্ব দিয়েছে, সেই কাজ করেছি। আমি তো মেদিনীপুরেও কোনও পদে নেই, ঘাটালেও নেই। তাই রদবদল নিয়ে আমি কিছু বলতে পারব না।”
Hindustan TV Bangla Bengali News Portal