Breaking News

আরজি কর ইস্যুতে সিজিও অভিযানে ধুন্ধুমার!সিবিআই দপ্তরে তালা ঝোলাল জুনিয়র ডাক্তাররা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-
আর জি কর ইস্যুতে ফের উত্তপ্ত রাজপথ। অভয়ার সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযানে ধুন্ধুমার। সিজিও কমপ্লেক্সের সামনে প্রতীকী তালা ঝোলালেন বিক্ষোভকারীরা। পুলিশ তা খুলে ফেলতেই বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা।
মঙ্গলবার ডাক্তারদের একাধিক সংগঠনের এই অভিযান পুলিশ আটকালে ব্যাপক উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়। সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশি ব্যারিকেড করা ছিল। ফটকে তালা ঝুলছিল। সেখানে মিছিল পৌঁছতেই তা আটকানো হয়। এরপরই শুরু হয় বচসা। প্রতিবাদী সংগঠনগুলির দাবি, যারা প্রকৃত খুনি তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে আর যারা জবাব চাইতে এসেছে তাঁদের আটকানো হচ্ছে। সিবিআই-কে কটাক্ষ করে তাঁদের বক্তব্য, এই সিবিআই অপদার্থ, দুর্নীতিগ্রস্ত। বিচারের আশায় যারা রয়েছেন তাঁদের সঙ্গে অনাচার করা হচ্ছে। সিবিআই যদি সঠিক বিচার না দিতে পারে তাহলে তাঁদের দফতরে তালা ঝুলিয়ে দেওয়া উচিত। এভাবে চলতে পারে না। চিকিৎসদের একাংশের অভিযোগ, কলকাতা পুলিশ সিবিআই-কে কার্যত রক্ষা করছে। আর সিবিআই খুনিদের রক্ষাকর্তা হয়েছে। সোমবার সিজিও কমপ্লেক্স অভিযানে পোস্টার পড়েছিল ‘ইডি-সিবিআই চোরে চোরে মাসতুতো ভাই…ফনা আছে, বিষ নাই… বাংলা ছেড়ে নাও বিদায়!’ মঙ্গলবারও কার্যত একই রকম পোস্টার দেখা যায়। তাতে লেখা, ‘সিবিআই সঠিক বিচার দাও, নইলে তালা ঝুলিয়ে বাড়ি যাও।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *