প্রসেনজিৎ ধর :-কল্যাণী এক্সপ্রেসওয়েতে শুটআউট। বচসার মাঝেই এক ক্রেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বার মালিকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ যুবক। অভিযুক্ত বার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সামান্য বচসা থেকেই গুলি? নাকি নেপথ্যে অন্য রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক।শিবদাসপুর থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই রয়েছে সোনু হোটেল। যার মালিক তন্ময় ঘোষ ওরফে সোনু। সোমবার মাঝরাতে বন্ধু শৈবালের সঙ্গে পার্কসার্কাস আসার পরিকল্পনা করেছিলেন তন্ময়। আর সেই পরিকল্পনা অনুযায়ী রাত ১২টা নাগাদ মোটরবাইকে বেরিয়ে পড়েন তাঁরা। মোটরবাইকে করে তাঁরা খানিকটা দূর যেতেই ছুটে এল গুলি। আর তার জেরে গুলিবিদ্ধ হলেন শৈবাল। তাঁর পায়ে গুলি লাগে। এই পরিস্থিতিতে পুলিশ যুবককে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে। আর গ্রেফতার করা হয় তন্ময়কে। শৈবালের সঙ্গে কি বচসার জেরেই গুলি চালিয়েছিল তন্ময়? এই সমস্ত তথ্য এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আজ, মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়।বিধায়ক সনৎ দে জানিয়েছেন, অভিযুক্ত যুবক দিনভর মদ্যপ হয়ে থাকেন। আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্নরকম অভিযোগ উঠেছে।