দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জটিলতা কাটিয়ে আজ, বুধবার বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয় | তাঁকে শপথগ্রহণ করান বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় | তারপরেই বড়সড় প্রতিক্রিয়া দেন ডেপুটি স্পিকার। বলেন, রাজ্যপাল বিভাজন তৈরি করার চেষ্টা করছেন | তারপরেই বলেন, এতে ভেঙে না পড়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, পরিবারের মত | বালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত হলেও কেটে গিয়েছে ২৪ দিন | এবার বিধানসভার সদস্য হিসেবে বাবুল সুপ্রিয় শপথ নিলেন | বাবুলের তৃণমূল কংগ্রেস বিধায়ক হিসেবে পথ চলা শুরু হল আজ বাদল দিনেই | আজ, বুধবার ১২টা নাগাদ বিধানসভায় শপথ নেন বালিগঞ্জ কেন্দ্রের নির্বাচিত সদস্য বাবুল সুপ্রিয় | রাজ্যপাল বনাম বিধানসভার অধ্যক্ষের সংঘাতের জেরে জটিলতা তৈরি হয়েছিল শপথ নিয়ে | অবশেষে সেই জটের অবসান হল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে | তিনি নমনীয় হয়ে বৃহত্তর স্বার্থে সংঘাতের পথ থেকে সরে আসেন | তিনি ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাতে নির্দেশ দেন,যে নির্দেশ এসেছিল রাজভবন থেকে | স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে শপথবাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকারই |উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় |
উল্লেখ্য, এপ্রিল মাসের ১২ তারিখে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয় | আর ১৬ এপ্রিল ফল ঘোষণা হয় | রাজ্যপাল জগদীপ ধনখড়ের জন্যই বালিগঞ্জের নির্বাচকমণ্ডলী বিধায়কের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল | কারণ, রাজ্যপাল শপথগ্রহণ স্থগিত রেখে বিধানসভার অন্যান্য বিষয় নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন | তখন রাজ্যপালের ভূমিকার কড়া নিন্দা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | তারপর ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ পড়ানোর দায়িত্ব দেন রাজ্যপাল। তা নিয়েও জট পেকেছিল | অবশেষে আজ শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল| উল্লেখ্য,এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেন ও আমিরুল ইসলামের বিধায়ক পদে শপথ নেওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা |