প্রসেনজিৎ ধর :-সম্পর্কে ফিরতে রাজি হয়নি প্রেমিকা | তাই প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজি করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে | ‘প্রেমিকা’র বাড়ির সদস্যদের উপর বোমা ছোড়ার অভিযোগ উঠল ‘প্রেমিক’–এর বিরুদ্ধে| শুক্রবার মাঝরাতে এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে | এই বোমার আঘাতে প্রেমিকার বাড়ির চারজন সদস্য জখম হয়েছেন বলে অভিযোগ | অভিযুক্ত যুবক স্থানীয় বাসিন্দা রাজীব বাউড়ি | বেশ কয়েকদিন তার সঙ্গে এলাকার এক তরুণীর প্রেমঘটিত সম্পর্ক ছিল | তবে বছরখানেক আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তরুণী, এমনই দাবি তাঁর পরিবারের | অভিযোগ, সম্পর্ক থাকাকালীন তরুণীকে মানসিক চাপ দিত রাজীব | প্রথমে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তরুণী | তবে তাঁর পক্ষে বেশিদিন এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি তবে প্রেমিকার প্রত্যাখ্যান মানতে পারেনি যুবক | বারবার সম্পর্কে ফিরে আসার জন্য তরুণীকে চাপ দিত সে | তা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে বদল করেননি তরুণী | অভিযোগ, বদলা নিতে শুক্রবার রাতে প্রেমিকার বাড়ির সামনে আসে যুবক | বোমাবাজিও করে সে | তাতেই জখম হন তরুণীর পরিবারের চারজন | আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় | জামুড়িয়ার বাহাদুরপুর উপস্বাস্থ্যকেন্দ্র ভর্তির করা হয় | জানা গিয়েছে, রাজীবের সঙ্গে প্রেম নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ওই তরুণীর পরিবারের | তার জেরে সাম্প্রতিক ওই তরুণীও রাজীবকে এড়িয়ে চলতে শুরু করে দিয়েছিলেন | কিন্তু সম্পর্ক রাখার জন্য রাজীব তাঁকে চাপ দিতে শুরু করেছিলেন | কিন্তু ওই তরুণী তার পরেও যোগাযোগ না রাখতে চাওয়ায় রাজীব তাঁকে প্রাণে মারার হুমকিও দেয় | তা নিয়ে স্থানীয় স্তরে গ্রাম পঞ্চায়েত সদস্যকে ঢেকে দুই পরিবারের মধ্যে মিটমাটের চেষ্টাও করা হয় স্থানীয় বাসিন্দাদের তরফ| কিন্তু সমস্যার সমাধান হয়নি | এর মধ্যেই শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় রাজীব বোমাবাজি করে ওই তরুণীর বাড়িতে | তার জেরে আহত হন মানিক বাদ্যকর, তারক বাদ্যকর, হাদু বাউড়ি এবং লক্ষ্মীকান্ত বাউড়ি নামে চার জন| এরা সকলেই ওই তরুণীর পরিবারের সদস্য তথা আত্মীয় | খবর পেয়ে রাতেই আসে পুলিশ | থানায় রাজীবের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগও |