দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সমস্ত জল্পনার অবসান ঘটিয়েই সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দিলেন পোড় খাওয়া রাজনীতিবিদ অর্জুন সিং| রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদের গলায় | উত্তরীয় পরিয়ে তাঁকে পুরনো দলে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক | বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এভাবেই সাংবাদিক সম্মেলনে নিজের সদ্য প্রাক্তন শিবিরের সমালোচনায় মুখর হলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং| সেইসঙ্গে দলবদলের কারণও ব্যাখ্যা করলেন | স্বীকার করলেন, ”ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলাম | ঘরের ছেলে ঘরে ফিরে এলাম |” তাঁকে দলে স্বাগত জানিয়েছেন তৃণমূল বিধায়করা| দলে ফিরে অর্জুন সিং সাংবাদিক সম্মেলনে বলেন, ‘কিছু ভুল বোঝাবুঝির জন্য বিজেপিতে গিয়েছিলাম | কিন্তু বাংলাকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে দেখে ফিরে এলাম | বাংলায় ফেসবুকের রাজনীতি করে কোনও লাভ নেই | আমি অনেক চেষ্টা করেছিলাম বোঝাতে পাটশিল্পের অগ্রগতি করতে | কিন্তু তার মাত্র ২৫ শতাংশ হয়েছে | আরও কাজ করতে হবে | আমি দিল্লিতে গিয়ে সাংসদ পদ ত্যাগ করব| এখনও যাঁরা তৃণমূলের সাংসদ হয়েও বিজেপিতে আছেন তাঁদের উচিত ছেড়ে দেওয়া |’
বারবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে তিনি গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েছেন| অবশেষে পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন অর্জুন সিং | রবিবার কলকাতায় এসে পৌঁছন অর্জুন সিং| প্রথমে ওঠেন তাজবেঙ্গল হোটেলে | এরপর সেখান থেকে তাঁর গাড়ি যায় ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে | গাড়ি থেকে নেমে তিনি সোজা চলে যান অভিষেকের অফিসে | সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠকে যোগ দেন | বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বৈঠক। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় | এরপর সেখানেই অর্জুনকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দেন | এদিন পুরনো দলে নতুন করে যাত্রা শুরু করার পর ফেসবুকে নিজের প্রোফাইল ছবি বদল করেন ব্যারাকপুরের সাংসদ | সেখানে দেখা যায়, তৃণমূলের উত্তরীয় গলায় পরে রয়েছেন তিনি |