প্রসেনজিৎ ধর :- কয়লা পাচার কাণ্ডে এবার অন্যতম অভিযুক্ত গুরুপদ মাজিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) | কয়েকদিন পূর্বেই ইডির দিল্লি অফিসে ডাক পড়ে লালার তিন ঘনিষ্ঠের আর তাদেরকে তলব করার পরেই এদিন গুরুপদ মাজি নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল তারা | ইডি সূত্রে খবর, সম্প্রতি লালার তিন ঘনিষ্ঠ বন্ধুকে দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং জেরা চলাকালীন একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি মেলায় এদিন গুরুপদকে গ্রেফতার করে তারা | জেরা চলাকালীন কয়লা পাচার কাণ্ডের বিবরণ চাওয়া সহ লালার সম্পত্তি এবং পরিকল্পনা নিয়েও একের পর এক প্রশ্ন করা হয় গুরুপদকে | তবে উত্তরে বেশ কিছু গরমিল থাকায় অবশেষে হেফাজতে নেওয়া হয় লালা ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে | বেশ কিছুদিন ধরেই কয়লা কাণ্ডের তদন্তে নড়েচড়ে বসেছে সিবিআই | কলকাতা, বাঁকুড়া, আসানসোল-সহ বহু জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা | অভিযুক্তেদর বাড়িতে হানা দেন সিবিআই গোয়েন্দারা | সেখান থেকে তথ্য সংগ্রহ করে | সেই তথ্যের ভিত্তিতে গত সেপ্টেম্বরে ধৃত জয়দেব মণ্ডলের আসানসোলের বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা | পুরুলিয়ার সাঁতুড়ি বলিতোড়ায় লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গুরুপদ মাজির বাড়ি ও অফিস সমেত চার জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা | তারপরই অর্থাৎ গতবছর সেপ্টেম্বর মাসেই আসানসোল-বাঁকুড়া থেকে অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ী নারায়ণ নন্দ, গুরুপদ মাজি, নিরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই | পরে জামিনে ছাড়াও পেয়েছিলেন বিনয় মিশ্রের ঘনিষ্ঠ বলে পরিচিত গুরুপদ | বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল ইডি | গোয়েন্দাদের সূত্রে খবর, জয়দেব মণ্ডলকে সাইড করে দিয়ে কয়লা পাচার করতে শুরু করে গুরুপদ | কলকাতায় তার একটি ছোট অফিস আছে | সেখানে পাচারের পরিকল্পনা তৈরি হয় | তারপর গুরুপদ মাজির সাঙ্গপাঙ্গরা এই পরিকল্পনা নিয়ে পৌঁছে যেত আসানসোলে, সেখানে ব্যবস্থা করা হতো পাচারের | তারপর বাঁকুড়া–পুরুলিয়া থেকে অপারেশন করে মুনাফা লুঠত গুরুপদ|