Breaking News

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে?ভিজিটর হতে পারেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী| যে পদে বর্তমানে বহাল রয়েছেন রাজ্যপাল | এবার রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? এই প্রশ্ন নতুন করে উঠে এসেছে | সূত্রের খবর, এই বিষয়ে নবান্নের তরফে সবুজ সংকেতও মিলেছে | রাজ্যপালের বদলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটর পদে আনা হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এমনটাই সূত্রের খবর | নবান্ন সূত্রে খবর, রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর বা পরিদর্শক পদে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় | কিন্তু তাঁর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত লেগেই রয়েছে | এই পরিস্থিতির মধ্যে পড়ে উচ্চশিক্ষায় অনেক ভাল পদক্ষেপ আটকে যাচ্ছে বলে অভিযোগ | তাই সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে বিল আনা হচ্ছে | আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর বা পরিদর্শক পদ থেকে সরানোর কথা ভাবা হচ্ছে | উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে ওই পদে বসানো হবে | তার জন্য বিধানসভায় সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হবে | আর সংবিধানের ধারা অনুযায়ী, যদি কোনও বিল বিধানসভায় পাশ হয়ে যায় তাহলে তা সাক্ষর করতে বাধ্য থাকেন রাজ্যপাল | খুব বেশি হলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন | সূত্রের খবর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানোর বিষয়েও আলোচনা হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে| এবার তাতে সবুজ সংকেত দিয়েছে নবান্ন |বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে বলেন, ‘‘মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার |’ সূত্রের খবর, সেই রেশ কাটতে না কাটতে এবার রাজের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার | বদলে ওই পদে বসানো হবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে | যদিও অনেকে মনে করেন, আচার্য পদে মুখ্যমন্ত্রী, ভিজিটর পদে শিক্ষামন্ত্রী বসলে শিক্ষাঙ্গনে রাজনীতি প্রবেশের সম্ভাবনা থাকে | আবার অনেকে সরকারের এই পদক্ষেপকে স্বাগতও জানিয়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *