দেবরীনা মণ্ডল সাহা :- হাওড়ার বেলিলিয়াস রোডে বন্ধ ঘরে রাজমিস্ত্রির দেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ | এই ঘটনায় ধৃত আরেক রাজমিস্ত্রি রাজু সিং জানিয়েছে, ২০০ টাকা নিয়ে বচসার জেরে রাগের মাথায় বাবলু সিংকে খুন করেছে সে | তবে তাঁর খুনের নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার জন্য এই ঘটনায় তদন্ত শুরু করে হাওড়া থানার পুলিশ | পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পারে ঘটনার মূল অভিযুক্ত হলেন রাজু সিং | পুলিশ তাকে যে কোন সময় গ্রেফতার করতে পারে জেনে সে কলকাতা থেকে আসানসোল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল | তবে তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়, পুলিশের হাতে গ্রেফতার হয় রাজু |
তাকে জেরা করতেই অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যা শুনে রীতিমতো হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা | প্রসঙ্গত, গত ২২ মে সকালে বেলিলিয়াস রোডে বন্ধ ঘরে উদ্ধার হয় বাবলু সিংয়ের রক্তাক্ত দেহ | তদন্তে নেমে নিহতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুুলিশ| সেখান থেকেই উঠে আসে রাজু সিংয়ের নাম | পেশায় রাজমিস্ত্রি রাজুরও বাড়ি বিহারে | বেলিলিয়াস রোডে ভাড়া থেকে বিভিন্ন জায়গায় নির্মাণশ্রমিকের কাজ করত সে | ঘটনার দিন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না | মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে গোয়েন্দারা জানতে পারে আসানসোল হয়ে বিহারে পালানোর ছক করেছে সে | এরপর ফোন করে রাজুকে হাওড়ায় ডেকে পাঠানো হয় | রাজু হাওড়া পৌঁছলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা | পুলিশি জেরার মুখে ধৃত রাজু সিং জানায়, দিনমজুরির ৬০০ টাকার জায়গায় একদিন তাকে ৪০০ টাকা দেওয়া হয়েছিল | ২০০ টাকা দেওয়া হয়নি তাকে | আর সেই রাগের বশে বন্ধু বাবলু সিং কে ঘরের ভেতরে ঢুকে খুন করে সে | আর তারপর সেখান থেকে পালিয়ে যায় | জানা যায়, রাজু এবং বাবলু দুজনেই পেশায় রাজমিস্ত্রি ছিল | তাঁরা দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা | তাঁরা দুজনে বেলিলিয়াস রোড এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত | দিনমজুরের কাজ করত তাঁরা | সেই কাজে রাজুর পাওনা ৬০০ টাকার মধ্যে ৪০০ টাকা দেওয়া হয়েছিল তাকে | বাকি ২০০ টাকা মজুরি দেওয়া হয়নি যার কারণে টাকা নিয়ে গোলমাল হয় | আর সেই বিবাদ যে এত দূর পর্যন্ত গড়াবে তা হয়ত কখনও ভাবতে পারেনি বাবলু | অবশেষে ২০০ টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ খোয়াতে হল তাকে | কারণ বন্ধু রাজুর কাছে বাবলুর প্রাণের থেকে বেশি মূল্যবান ছিল ওই ২০০ টাকা |ধৃতকে জেরা করে এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ | খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা| মাত্র ২০০ টাকার জন্য খুনের ঘটনায় হতবাক গোয়েন্দারাও |