Breaking News

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিবিআইয়ের সিট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার তদন্ত হবে কলকাতা হাইকোর্টের নজরদারিতে | সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিল আদালত | সেই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন কলকাতার এক যুগ্ম অধিকর্তা | হাইকোর্টের নজরদারিতে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাবে তারা, বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়| তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই | সিটের ওই টিমে থাকবেন ১০-১২ জন অফিসার | ওই টিমে থাকবেন একজন জয়েন্ট ডিরেক্টর | তাঁর নাম আগাম ১৭ জুন জানাতে হবে | ওই দিনই মামলার পরবর্তী শুনানি | প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় | এদিন শুনানি চলাকালীন সেই উষ্মা প্রকাশ করেন তিনি | একইসঙ্গে তদন্তে গতি আনতে নয়া নির্দেশও দেন এদিন | সিবিআইয়ের সিটে কারা কারা থাকবেন, আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই | এদিন শুনানি চলাকালীন বিচারপতি বলেন, “আমি আশা করব সিবিআই তদন্তে এবার লক্ষণীয় অগ্রগতি হবে | যাতে আমাকে আর আশা হত হতে না হয়|”একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, অন্যান্য মামলাগুলিতে আজ পর্যন্ত সিবিআইয়ের কর্মকাণ্ডে আদালত খুব একটা সন্তুষ্ট নয় | এদিন প্রাথমিক টেটের দু’টি মামলার প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই | রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদও | আদালতে সিবিআই জানায়, “আমরা অত্যন্ত গুরত্ব দিয়ে এই মামলা গুলি দেখছি | দিল্লি থেকে নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছে | আগামী কয়েকসপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে ” তবে তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *