দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪০০-র গণ্ডি ছাড়িয়েছে | নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৪ জন | দৈনিক সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী সংক্রমণ হারও | গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৪ শতাংশে | করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন প্রাণ হারিয়েছেন | এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ২১৮ জন | অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮৫ | তবে সুস্থতা স্বস্তি জোগাচ্ছে সকলের |কারণ, মঙ্গলবারের তুলনায় বাড়ল সুস্থতা | এদিন করোনাকে হারিয়েছেন ২৯৬ জন | তার ফলে রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭৯৮ জন| সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ | ভাইরাসের মোকাবিলায় নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয় | বুধবার মোট ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে | এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে | পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১২.৭৪ শতাংশ | করোনা রুখতে টিকাকরণের উপর দেওয়া হয়েছে বিশেষ জোর | এদিন ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে | প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩৬ লক্ষ ৯১ হাজার ৩৩১। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের মাঝে সাবধানে থাকার বার্তা বিশেষজ্ঞদের | মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন তাঁরা | দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও | স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৯৬ জন | এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৭৯৮ জন | সুস্থতার হার এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৬ শতাংশে | সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮৫ জন | তার মধ্যে হাসপাতালে ভর্তি ২৬০ জন |’