Breaking News

কল্যাণী এইমসে বেআইনি নিয়োগ নিয়ে তদন্তে কেন্দ্রের অনুমতি দরকার, সিআইডিকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কল্যাণীর এইমসে নিয়োগে দুর্নীতির মামলায় ধাক্কা খেলো সিআইডি | এই মামলায় তদন্ত করছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি | তবে কলকাতায় হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে হলে সে ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি নিতে হবে | আজ এ সংক্রান্ত জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিআইডিকে এনিয়ে সর্তক করেছে | এই মামলার পরবর্তী শুনানি ২৪ আগস্ট | সোমবার কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ সংক্রান্ত মামলাটি হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ওঠে | তাতেই ডিভিশন বেঞ্চ জানায়, দুর্নীতি দমন আইন অনুযায়ী, কোনও কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডি-কে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক| এই মর্মে সিআইডি-কে সতর্ক করা হয়েছে | ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত চালানোর ক্ষেত্রে এই মুহূর্তে প্রতিবন্ধকতা মুখে সিআইডি | এদিকে, সিআইডির তরফে শুনানি করা সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমিতেশ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান | হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তাঁর আরজি, ”কোনও সিনিয়র আইনজীবীকে এখানে নিয়োগ করার জন্য অনুরোধ করেছি|” এদিন ডিভিশন বেঞ্চ জানায়, এইমসে যে কর্মীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তারা যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাই কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না| দুর্নীতি দমন আইনের ১৭ এ ১৯৮৮ অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত, অনুসন্ধান বা জিজ্ঞাসাবাদ করতে গেলে সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে | এই যুক্তি এদিন ডিভিশন বেঞ্চের কাছে তুলে ধরেন কেন্দ্রের আইনজীবী | তাতে সম্মতি জানিয়ে এদিন সিআইডিকে সতর্ক করে ডিভিশন বেঞ্চ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *