Breaking News

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে!ডিসেম্বরে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চলতি বছর ডিসেম্বরে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোট হতে পারে জানুয়ারি–ফেব্রুয়ারির মধ্যে, নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বরে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সম্ভাবনা নেই। আগামী বছর জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতে নির্বাচন হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বর্তমানে আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ চলছে। তা শেষ হবে সেপ্টেম্বর মাসে। যদিও কমিশনের তরফে সরকারি ভাবে এখনও পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ জানানো হয়নি।নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে জেলাগুলিকে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে বলা হয়েছে। ১৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে আসন সংরক্ষণের কাজ। তার পর আবার খতিয়ে দেখার কাজ শুরু হবে। তা ছাড়া নিয়ম অনুযায়ী আসন পুনর্বিন্যাসের ন্যূনতম ৭৫ দিন এবং সংরক্ষণের ৯০ দিন পর নির্বাচন করা যেতে পারে। ফলে পুরো প্রক্রিয়াটি শেষ হতে হতে চলতি বছরের ডিসেম্বর মাস হয়ে যাবে। তার পরও আরও কিছু বাড়তি সময় প্রয়োজন। তাই ডিসেম্বর মাসে ভোট করানো কার্যত অসম্ভব।রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, জনসংখ্যা যদি ৪৫০০-এর কম হয় তাহলে পঞ্চায়েত সমিতির সদস্য থাকবে এক জন, আর যদি ন’হাজারের কম হয় তাহলে পঞ্চায়েত সমিতির সদস্য থাকবে দু’জন। কিন্তু ন হাজারের বেশি জনসংখ্যা থাকলে তিন জন পঞ্চায়েত সমিতির সদস্য থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *