প্রসেনজিৎ ধর :- বিসিসিআই-এ শেষ হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুগ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় সরকারিভাবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ১৯৮৩ সালের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি।
মঙ্গলবার মুম্বই-এর এক পাঁচ তারা হোটেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনিকে বিসিসিআই-এর পরবর্তী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে দায়িত্ব নিয়ে বিসিসিআইয়ের প্রেসিডেন্টের দায়িত্ব রজার বিনির হাতে তুলে দেওয়া হয়েছে। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ের আধিকারিকদের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়ে ছয় বছর করার ছাড়পত্র দিয়েছিল। ফলে আগামী ২০২৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের সভাপতি থাকার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সম্প্রতি বোর্ডের শাসকগোষ্ঠী সিদ্ধান্ত নেয়, বাংলার মহারাজকে দ্বিতীয়বারের জন্য সভাপতি পদে বসানো হবে না। তাঁর পরিবর্তে নতুন সভাপতি করা হবে কর্নাটক ক্রিকেট সংস্থার প্রধান তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিন্নিকে। সম্পাদক হিসেবে থেকে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ।নতুন সহ-সভাপতি হচ্ছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। আইপিএলের চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধূমাল। কোষাধ্যক্ষ পদে রয়েছেন আশিস শেলার। যুগ্ম সচিব পদে আসছেন দেবজিত সাইকিয়া। এদের প্রত্যেকের সঙ্গেই রাজনীতির যোগ রয়েছে।