Breaking News

মালবাজারে উদ্ধারকারীদের সাহসিকতার পুরস্কার,মৃতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি মমতার!

দেবরীনা মণ্ডল সাহা :- মালবাজারে হড়পা বানের জেরে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। এর পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্তের নির্দেশ দেন মমতা।সোমবার থেকে চারদিনের উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরের শুরুতেই জলপাইগুড়ির মালবাজারে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবারকে চাকরি দিলেন তিনি। এমনকী উদ্ধারকারী, যারা সেদিন প্রাণ বাঁচিয়েছিল মানুষের তাদেরও সাহসিকতার জন্য পুরস্কৃতক করলেন মমতা। প্রত্যেককে এক লক্ষ টাকার চেক এবং সিভিক পুলিসে চাকরি দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।মঙ্গলবার মালবাজারের আদর্শ বিদ্যাভবনে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মৃতদের পরিবারের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগ পত্র। চাকরিতে নিয়োগের চিঠি পেয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন মৃতদের পরিবারের সদস্যরা।পাশাপাশি, মালবাজারের প্রশাসনিক বৈঠক থেকে ৫৩ জন আদিবাসীকে সিভিক ভলান্টিয়ারের পদে চাকরির নিয়োগ পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় রেড রোডে পুজো কার্নিভ্যালের দিন একটি আদিবাসী দল নৃত্য পরিবেশন করতে এসেছিল। সেই দলটি মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আরজি জানিয়েছিল। এদিন তাদের ৫৩ জনও পেয়েছেন নিয়োগ পত্র।দুর্গাপুজোর বিসর্জনের দিন মালবাজারের মাল নদীতে ঘটে দুর্ঘটনা। পাহাড়ের উপর থেকে ধেয়ে আসে হড়পা বান। এই বানের জেরে প্রতিমা নিরঞ্জন করতে আসা কয়েকটি গাড়ি ও কয়েকশো মানুষ নদীর বিপুল স্রোতের মুখে পড়ে। এর জেরে মৃত্যু হয় ৮ জনের। সেই মৃতদের পরিবারকেই চাকরি দিলেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *