প্রসেনজিৎ ধর :- একই দিনে মিছিলের পালটা মিছিলে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেল বেহালার | প্রথমে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শাসকদলের রোড শো বের হয় | এর কিছুক্ষণ পরেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নামেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় | বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রথমবার নিজের গড় বেহালায় বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় | এদিন তিনি বেহালা ১৪ নম্বর থেকে ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন |
এদিন শোভন চট্টোপাধ্যায় দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়কে বেহালায় এনেছিলেন তিনিই | এ দিন বলেন, “পার্থবাবু জেনে রাখুন, বাংলাতে একটাই সরকার শপথ নেবে | আপনি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, আপনি বিধানসভাতেও যেতে পারবেন না “|প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায় বেহালার ভূমিপুত্র | এদিন শোভন চট্টোপাধ্যায় দাবি করেন এবার বাংলায় পরিবর্তনের পরিবর্তন হবে | তৃণমূল তাঁকে পিছন থেকে ছুরি মেরেছে বলেও এদিন অভিযোগ করেছেন কলকাতার প্রাক্তন মেয়র | রোড শো শেষে একটি জনসভায় অংশ নেন শোভন-বৈশাখী। সেই জনসভা থেকেই বৈশাখী জানিয়ে দেন, বিজেপি টিকিট দিলে আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব বিধানসভা আসন থেকেই লড়বেন শোভন চট্টোপাধ্যায় | তাঁর আরও দাবি, “শোভন চট্টোপাধ্যায় ওই আসনে দাঁড়ালে বিজেপিই জিতবে শোভনকে আধুনিক বেহালার ‘রূপকার’ বলেও আখ্যা দিতে শোনা যায় বৈশাখীকে। মিছিলে এদিন জনসমাগম ছিল চোখে পড়ার মতো | তৃণমূল ছাড়লেও এখনও বেহালা পূর্বের বিধায়ক পদে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় |’শুধু বেহালাই নয়, কলকাতায় তৃণমূল ফাঁকা হয়ে যাবে’, নিজের গড়ে রোড শো থেকে তৃণমূলের বিরুদ্ধে এমনই নিশানা করলেন ‘কানন’ | এদিন ‘ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ’ স্লোগানেও গলা হাঁকান শোভন-বৈশাখী|