দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার আরও জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা মরসুমের শীতলতম দিন। গত বছর ১৭ ডিসেম্বর ১৩ ডিগ্রিতে নেমেছিল শহরের তাপমাত্রা । এবার সেই রেকর্ড ভেঙে ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা। চলতি শীতের মরসুমে এই প্রথম কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নেমেছে। গত ১৭ ডিসেম্বর শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। এই পর্যন্ত এই মরসুমে ওইদিনটি ছিল মরসুমের শীতলতম দিন। কিন্তু বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙেছে। এদিন পারদ নামল ১২ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাজ্যের সর্বত্র কনকনে শীতের আমেজ নিতে পারবেন শীত বিলাসীরা।বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম।আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার সারা দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে ভালই শীত অনুভূত হবে। কুয়াশার দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।এদিকে, জেলায়ও ফর্মে রয়েছে শীত। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় জাঁকিয়ে শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে সকাল থেকে। রাজ্যের অধিকাংশ জেলাতেই সকালে কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। উত্তুরে হাওয়ার কারণে কনকনে ঠান্ডা বজায় থাকবে সমস্ত জেলাজুড়ে বলে হাওয়া অফিস সূত্রে খবর।পাশাপাশি উত্তরবঙ্গের দু-একটি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।