Breaking News

রেললাইনে ফাটল!দীর্ঘক্ষণ বন্ধ শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল, চরমে যাত্রী বিক্ষোভ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রেললাইনে ফাটলের জেরে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ডায়মন্ড হারবার লোকাল। শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। দুর্ভোগে যাত্রীরা।সোমবার বিকেলে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল লোকাল ট্রেনটি। ট্রেন ছাড়ার খানিক পরই ৪টে ৫৪ মিনিট নাগাদ লাইনে ফাটলের জন্য দাঁড়িয়ে যায় ট্রেনটি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল কর্মীরা। শুরু হয় মেরামতির কাজ। তবে বাড়ি ফেরার সময় এহেন দুর্ভোগে ক্ষুব্ধ যাত্রীরা। শিয়ালদহগামী ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

উলটোদিকে শিয়ালদহ থেকে দক্ষিণের শাখার ট্রেন পরিষেবাও ব্যাহত হয়ে পড়ে। ফলে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। ফিশপ্লেট বসিয়ে মেরামতি করে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে, তাও নির্দিষ্ট করে জানানো হয়নি রেলের তরফে। তবে বলা হচ্ছে শীতকালে মাঝেমধ্যেই লাইনে ফাটল দেখা দেয়। এই ফাটলও বিরাট কোনও বিষয় নয়। দুশ্চিন্তার কারণ নেই।এদিকে, সপ্তাহের প্রথম দিন এই বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *