Breaking News

সিঙ্গাপুরে যেতে পারবেন কুণাল ঘোষ, অনুমতি দিল কলকাতা হাইকোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কুণাল ঘোষের বিদেশযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। সারদা মামলায় জামিন পেয়েছিলেন। তার ৬ বছর পর বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। আর সিঙ্গাপুরে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। তাতে সম্মতি দিয়েছে আদালত।২০১৭ সালে সারদা মামলায় জামিন পেয়েছেন কুণাল। তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁর পাসপোর্ট জমা রয়েছে সিবিআইয়ের কাছে। ৬ বছর বাদে কুণাল প্রথমবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে সেই অনুমতি দিয়ে দিল। আগামী ১৬ জানুয়ারি বিদেশ যেতে পারবেন কুণাল। ৩১ জানুয়ারি তাঁর কর্মসূচি শেষ হওয়ার কথা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিদেশযাত্রার আগে কুণালকে বন্ড হিসাবে ৫ লক্ষ টাকা নিম্ন আদালতে জমা দিতে হবে। ফিরে এসে ফের তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা দিতে হবে।যদিও কুণালের বিদেশযাত্রার বিরোধিতা করে সিবিআই জানায়, তিনি সারদা কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় জড়িত রয়েছেন। সারদা কাণ্ডে বেশ কিছু দেশে টাকা সরিয়ে ফেলা হয়েছে।

তদন্তে বিদেশি কয়েকটি ব্যাংকের সারদার টাকার লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। যাঁর মধ্যে সিঙ্গাপুরও রয়েছে। পাশাপাশি কুণাল একজন প্রভাবশালী ব্যক্তি। চাইলে তিনি ভারচুয়ালি সিঙ্গাপুরের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।অন্যদিকে বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করার কারণ জানতে চাওয়া হয়। তখন সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘‌এত দিন বিদেশে যাওয়ার দরকার পড়েনি। তাই আবেদন করিনি। সিঙ্গাপুর থেকে একটি আমন্ত্রণ এসেছে। সেখানে যাওয়ার দরকার বলেই আবেদন করেছি। আর আদালত সবদিক দেখে অনুমতি দিয়েছে।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *