দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘিতে উপনির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারির এই উপনির্বাচনের জন্য নিজেদের প্রার্থী ঘোষণার পরই চিঠি লিখে বামেদের সমর্থন চাইল কংগ্রেস। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখে সমর্থনের জন্য আহবান জানান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বুধবার অধীর চৌধুরী ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠিতে লিখেছেন, জেলার বামদলগুলির নেতৃত্বকে বিমানবাবু যেন বলেন কংগ্রেস প্রার্থীকে রাজনৈতিকভাবে পুরো সমর্থন করার জন্য। এবং নির্বাচনে কংগ্রেসের সমর্থনে বামেদের সক্রিয় সহযোগিতার বিষয়টিও যেন নিশ্চিত করা হয়। অধীরের বক্তব্য, সাগরদিঘির উপনির্বাচনে বাম ও কংগ্রেস একত্রে লড়লে বিরোধী ভোট ভাগ হবে না। বিরোধী ভোট মেরুকরণও হবে না।
সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের ক্ষেত্রে বামফ্রন্ট চেয়ারম্যানের থেকে সহযোগিতা পাবেন বলেই আশাপ্রকাশ করেছেন অধীর চৌধুরী। একত্রে লড়ার জন্য অধীর চৌধুরী চিঠি দিলেও বামেরা অবশ্য এখনই এ বিষয়ে কিছু জানায়নি।২০২১ সালে সংযুক্ত মোর্চায় ছিল বাম ও কংগ্রেস। সহমতের ভিত্তিতে প্রার্থী দেয় দুই দল। সাগরদিঘি বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস হাত মেলাবে কিনা তা নিয়ে এখনও বামদের তরফ থেকে কোনও উত্তর মেলেনি। কারণ, জোটের সিদ্ধান্তের জন্য সমস্ত বামগুলির সঙ্গে আলোচনা প্রয়োজন। উল্লেখ্য, ২০২১ সালের পর বর্তমান রাজ্য রাজনীতিতে সমীকরণে অনেক পরিবর্তন এসেছে। সম্প্রতি ভারত জোড়ো যাত্রায় আহবান পেয়ে যোগদান করেননি বাম দলের কোনও প্রতিনিধি। সেক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই উপনির্বাচনে হাত-কাস্তে কতটা এক হবে তাই নিয়ে রয়েছে ধন্দ।