দেবরীনা মণ্ডল সাহা :- বীরভূমের বোলপুরের ব্যবসায়ী দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। মঙ্গলবার সকালে দুজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পুলক গঙ্গোপাধ্যায় এবং মুক্তমালা গঙ্গোপাধ্যায়। বীরভূমের বোলপুরের রথীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা তাঁরা। একমাত্র কন্যা ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়কে নিয়ে থাকতেন ওই দম্পতি। ইন্দ্রাণী একাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, ওই দম্পতির কাঁথা স্টিচের ব্যবসা ছিল। মাস দু’য়েক আগে তাঁরা সুরুলে বাড়ি ভাড়া নেন। সেই বাড়িতে থাকতেন সম্প্রতি। মঙ্গলবার সকালে পুলক এবং মুক্তমালাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।এই ঘটনার খবর পেয়ে দেহ দুটি উদ্ধার করে মতনাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। স্থানীয় এক প্রতিবেশী জানান, কাঁথা স্টিচের ব্যবসা করতেন পুলক ও মুক্তমালা। ইদানিং ব্যবসায় মন্দা চলছিল। যার ফলে বাজারে অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল তাঁদের। বহু টাকা ঋণ হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তাঁরা। মানসিক অবসাদের জেরে এই ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা ও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বন্দোপাধ্যায় দম্পতি বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই তাঁরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন তাঁদের নিথর দেহ পড়ে রয়েছে।