Breaking News

শিয়ালদহ স্টেশনে যাতায়াতের জন্য তৈরি হচ্ছে ৪টি লেন! থাকছে কোচ রেস্তোরাঁ,নতুন পার্কিং লট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিয়ালদহ স্টেশনে গাড়ি ও যাত্রীদের প্রবেশের জন্য এবার আলাদা লেন তৈরি হতে চলেছে। পাশাপাশি কোচ রেস্তোরাঁ তৈরি করা হবে। ট্রেনের দুটি পুরোনো কোচে এই রেস্তোরাঁ থাকবে। ট্রেনের দুটি পুরনো কোচে এই রেস্টুরেন্ট থাকবে। একেবারে ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশ বজায় থাকবে এই কোচগুলিতে। থাকবে চেয়ার, টেবিল থেকে ইন্টেরিয়ারের ব্যবস্থা। তাতে মিলবে বিভিন্ন স্বাদের খাবার। রেল সূত্রে জানা গিয়েছে, এরজন্য দ্রুত টেন্ডার ডাকা হবে। শিয়ালদহের স্টেশন ডিরেক্টর রাজীব রঞ্জন জানিয়েছেন, সাউথ গেট ও মেট্রোর সামনে বি আর সিং হাসপাতালের দেওয়াল ঘেঁষে এই দুটি কোচ বসানো হবে। এই কোচে বসেই আহার করতে পারবেন যাত্রী থেকে শুরু করে সাধারণ ক্রেতারা। এদিকে, যে চারটি আলাদা লেন করা হবে তার মধ্যে থাকছে যাত্রীদের চলাচলের রাস্তা। তার পাশ দিয়েই থাকছে প্রাইভেট গাড়ি চলাচলের রাস্তা, এবং ট্যাক্সি চলাচলের রাস্তা। তার পাশে থাকছে অটো চলাচলের রাস্তা। শিয়ালদহ কোর্ট থেকেই এই রাস্তা আলাদা হয়ে যাবে। স্টেশন পর্যন্ত এই রাস্তা বিস্তৃত থাকবে। এছাড়া গাড়ি রাখার জন্য তৈরি হবে নতুন পার্কিং লট। এই পার্কিং লট তৈরি করা হবে বি আর সিং হাসপাতালের গা ঘেঁষে।

সেখানে যে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাতে পার্কিং লট তৈরি করা হবে। যারা গাড়ি রাখতে চান তারা সেখানে গাড়ি রাখতে পারবেন।রেল ‘কোচ রেস্টুরেন্ট’-এর যে প্রকল্প নিয়েছে তাতে এনজেপি, হাওড়ার পর এবার শিয়ালদহ স্টেশনের বাইরে বসানো হবে দু’টি পুরনো আইসিএফ কোচ।একেবারে ট্রেনের অভ‌্যন্তরীণ পরিবেশ বজায় রেখে নান্দনিকভাবে তৈরি হবে চেয়ার, টেবিল থেকে ইন্টেরিয়ার। এই কোচ রেস্তরাঁতে ভারতীয় সব ধরনের খাবারের পাশাপাশি, চাইনিজ, ইটালিয়ান খাবার মিলবে। খাবার খেতে খেতে ট্রেনযাত্রার আনন্দ নিতে পারবেন মানুষজন। শিয়ালদহের স্টেশন ডিরেক্টর রাজীব রঞ্জন বলেন, সাউথ গেট ও মেট্রোর সামনে বি আর সিং হাসপাতালের দেওয়াল ঘেঁষে বসানো হবে কোচ দু’টি। এজন্য টেন্ডার দেওয়া হবে খুব শিগগির।শিয়ালদহ স্টেশনে এবার হুহু করে ঢুকে পড়তে পারবেন না যাত্রীরা। বিশেষ করে বি আর সিং হাসপাতাল ও কোর্টের সামনের দিক দিয়ে স্টেশন এলাকাটি আমূল বদলে ফেলা হবে কিছু দিনের মধ্যেই। কোর্ট চত্বরের সমানে থেকেই চারটি আলাদা লেনে ভাগ হয়ে যাবে। একেবারে ধারের লেনটি দিয়ে চলাচল করবেন যাত্রীরা। এর পাশেই থাকবে প্রাইভেট গাড়ি যাতায়াতের পথ। এর পরেই হবে ট্যাক্সি চলাচলের রাস্তা। তারপর থাকবে অটো চলাচলের লেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *