Breaking News

ভোট পরবর্তী অশান্তির ঘটনা!বিজেপি কর্মী খুনে সাক্ষীদের হুমকির অভিযোগ,অভিযোগ অস্বীকার তৃণমূলের

দেবরীনা মণ্ডল সাহা :- ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন হয় কেতুগ্রামের বিজেপি কর্মী। আর এই খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। এবার যেসব পরিবার এই খুনের সাক্ষী দিয়েছে তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর মা–সহ যাঁরা এই ঘটনায় সিবিআইকে সাক্ষী দিয়েছিলেন তাঁদেরকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। আতঙ্কিত, অসহায় পরিবার সাহায্যের জন্য পুলিশের কাছে ছুটে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরে পুলিশ সুপারের নির্দেশে অভিযোগ দায়ের করে পুলিশ। বিজেপি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাবে বলে হুঁশিয়ারে দেয়। আর তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিজেপি মিথ্যা অভিযোগ করছে।স্থানীয় সূত্রে খবর, একুশের নির্বাচনের পর ২০২১ সালের ৪ মে কেতুগ্রামের শ্রীপুর গ্রামে খুন হন বিজেপি কর্মী বলরাম মাজি। তাঁকে বাড়ি থেকে বের করে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ রয়েছে। খুনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে। কেতুগ্রাম থানাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য–সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ভোট পরবর্তী হিংসার ঘটনায় কয়েকটি ঘটনার সঙ্গে এই ঘটনাটিরও তদন্ত শুরু করে সিবিআই।

কিন্তু ইদানিং সাক্ষী যাঁরা দিয়েছেন তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।মৃত বিজেপি কর্মী বলরাম মাঝির পরিবারের অভিযোগ, সিবিআই-এর হাতে থাকা এই খুনের ঘটনায় যাতে কেউ সাক্ষী না দেয় সে কারণেই গ্রামে থাকা পুলিশ ক্যাম্পের সামনে বা রাস্তায় পরিবার ও সাক্ষীদের ধর্ষণ, খুনের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। বা কখনও তাঁদের পাঠানো লোকেরা হুমকি দিচ্ছে। মৃত বলরাম মাঝির মা টুম্পা মাঝি কেতুগ্রাম থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন। বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানান টুম্পা মাঝি।এনিয়ে বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, “তৃণমূল সিবিআই তদন্তকে ভয় পেয়ে তাঁদের হুমকি দিচ্ছে। কেতুগ্রাম থানা যদি ওই পরিবার ও সাক্ষীদের সুরক্ষা দিতে না পারে তাহলে তারা প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করবে।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, “ এ গুলো হয়তো সাজানো ঘটনা। বিজেপি এইভাবে বেঁচে থাকতে চাইছে।” বিজেপির ওই কর্মী খুনে অভিযুক্ত অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি শহিদুল আলম মোল্লা বলেছেন, “জামিন হওয়ার পর থেকেই আমি গ্রামের বাইরে আছি। বিজেপির উস্কানিতে এ রকম অভিযোগ করছে। এ সব চক্রান্ত।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *