প্রসেনজিৎ ধর :- রিষড়ায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে কী করা যায় তা নিয়ে অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যের কাছে জানতে বলল কলকাতা হাইকোর্ট। বুধবার দুপুরে তা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
পাশাপাশি শান্তি ফেরাতে প্রয়োজনে রাজ্য সরকারকে আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ারও পরামর্শ দেয় এদিন আদালত।রিষড়া কাণ্ড নিয়ে শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, শ্রীরামপুরে ডায়মণ্ডহারবার কোর্টের এক বিচারকের পরিবার থাকেন। বিষড়ায় অশান্তি চলাকালীন তিনি পুলিশকে ফোনও করেছিলেন। উচ্চপদস্থ আধিকারিক জানিয়েও কোনও ফল হয়নি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘এমন একটা ব্যবস্থা করুন যাতে মানুষ বিপদের সময় নিজেকে অসহায় বোধ না করে।’ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মতে, বিপর্যয়ের সময় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেয় রাজ্য। এ ক্ষেত্রেও তেমনটা হতে পারে। তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে অন্য জেলা থেকে পুলিশ আনছে রাজ্য। কিন্তু সেই এলাকায় যদি কোনও অশান্তির ঘটনা হয় তবে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে। প্রয়োজেন আধা সামরিক বাহিনীর সাহায্য নিক রাজ্য।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হয়।
Hindustan TV Bangla Bengali News Portal